জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় তিনজনের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গত কয়েকদিন ধরে ওই ৩ জনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সদ্য স্থানীয় এক নদী থেকে উদ্ধার হয়েছে তাদের দেহ। মৃতদের মধ্যে রয়েছে এক নাবালক। এনডিটিভির রিপোর্টের দাবি, জঙ্গি অধ্যুষিত এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন ওই ৩ জন। এরপরই উদ্ধার হয়েছে তাঁদের মৃতদেহ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
৪০ বছরের দর্শন সিং, ৩২ বছরের যোগেশ সিং, ১৪ বছর বয়সী বরুণ সিংয়ের দেহ উদ্ধার ঘিরে নানান প্রশ্ন উঠতে আরম্ভ করেছে কাঠুয়ায়। জানা যাচ্ছে, তাঁরা একে অপরের তুতো ভাই। কাঠুয়ার মলহার এলাকায় তাঁদের মৃত দেহ পাওয়া গিয়েছে বলে খবর। এর আগে, বিল্লাওয়ার এলাকায় তাঁরা বিয়েবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন বলে খবর। বুধবার বিকেলে সেই সময় থেকই নিখোঁজ হন তাঁরা। রহস্যজনকভাবে তাঁদের এই নিখোঁজ হওয়ার ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়ায়। সেনা ও পুলিশ নামে তল্লাশিতে। ভূস্বর্গে এই ৩ জনের খোঁজে ব্য়াপক তল্লাশি চলে। জানা যায়, ওই ৩ জনের মধ্যে একজন পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন ২ দিন আগে। তিনি সেই সময় জানিয়েছিলেন জঙ্গলে তাঁরা রাস্তা হারিয়ে ফেলেছিলেন। এদিকে, তাঁদের খুঁজতে গিয়ে ড্রোন মোতায়েন হয়। তখনই নদীতে তাঁদের দেহ উদ্ধার হয়েছে। আপাতত মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
( Viral optical Illusion: ছবিতে থাকা কচ্ছপকে ৫ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন? রইল অপটিক্যাল ইলিউশনের চ্যালেঞ্জ)
এদিকে, ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। কী ঘটেছিল ওই তিনজনের সঙ্গে? এই মৃত্যুর নেপথ্য কারণ কী হতে পারে? এদিকে, বিজেপির তরফে দাবি করা হয়েছে, জঙ্গিরা এই ‘খুন ঠান্ডা মাথায় করেছে’। বিজেপির মুখপাত্র আরএস পাঠানিয়া দাবি করেছেন, যারাই এর নেপথ্যে থাকুক না কেন, তাদের কঠোর শাস্তি হবে। তিনি বলেন,'আমি একটা কথা নিশ্চিত করতে চাই যে অপরাধীরা শাস্তির বাইরে থাকবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশনায় সন্ত্রাসবাদ তার শেষ পর্যায়ে।'বিজেপির তরফে ওমর আবদুল্লা সরকারের থেকে বিষয়টি নিয়ে জবাব দিহিও চাওয়া হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি বিল্লাওয়ারের কোহাগ গ্রামে কাঠ সংগ্রহের জন্য যাওয়ার পর দুই অসামরিক নাগরিক, শমসের (৩৭) এবং রোশন (৪৫) কে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের মৃত্যুর নেপথ্য কারণও এখনও অজানা।