ভারতে প্রতি বছর ৫ সেপ্টেম্বর পালন করা হয় শিক্ষক দিবস। ডক্টর সর্বোপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে এটি পালিত হয়। কিন্তু ভারতের সঙ্গে বাকি বিশ্বের শিক্ষক দিবস পালনের তারিখটি এক নয়। ভারতে শিক্ষক দিবস পালিত হওয়ার ঠিক এক মাস পরে অর্থাৎ ৫ অক্টোবর পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস। কেন সেটি, জেনে নিন। জেনে নিন আন্তর্জাতিক শিক্ষক দিবসের গুরুত্ব, কেনই বা পালন করা হয় দিনটি, কবে থেকে শুরু হয়েছে এই দিনটি উদযাপন।
গোটা বিশ্বজুড়ে প্রত্যেক শিক্ষকদের সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় ৫ অক্টোবর। ১৯৯৪ সাল থেকে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন শুরু হয়েছে।
(আরও পড়ুন: হলিউড থেকে বলিউড, পর্দায় এই শিক্ষক চরিত্র সব সময়ে দিয়েছে অনুপ্রেরণা)
ইউনাইটেড নেশনসের একটি বিশেষ শাখা সংগঠন ইউনেস্কো, যার সম্পূর্ণ নাম ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, তাদের উদ্যোগেই এই দিনটি পালিত হয়।
এই ইউনেস্কো প্রথম আবেদন করে আন্তর্জাতিক শিক্ষক দিবস উদযাপন করার জন্য। তবে ইউনেস্কোর সঙ্গে এই প্রস্তাবে অংশগ্রহণ করেছিল আন্তর্জাতিক শ্রম সংগঠন বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ইউনেস্কো ও আইএলও যৌথভাবে এই বিশেষ দিন উদযাপন করার প্রস্তাব রেখেছিলেন।
(আরও পড়ুন: শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চান? পাঠিয়ে দিন নজরকাড়া কিছু শুভেচ্ছা বার্তা)
আন্তর্জাতিক শিক্ষক দিবস উদযাপন করার প্রস্তাবের পিছনে একটি বড় কারণ হল, শিক্ষকদের শ্রমকে স্বীকৃতি দেওয়া। শিক্ষক একটি সুশিক্ষিত সমাজ গঠনে মুখ্য ভূমিকা পালন করেন। তাই মানুষ গড়ার এই কারিগরদের শ্রমের মর্যাদা দেওয়ার জন্যই আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করার আবেদন করা হয়েছিল।
১৯৯৪ সালে শিক্ষক দিবস পালন করার আবেদন গৃহীত করে রাষ্ট্রসংঘ। তারপর থেকেই প্রতিবছর পালন করা হচ্ছে আন্তর্জাতিক শিক্ষক দিবস। তবে ভারতের প্রতিবছর ৫ সেপ্টেম্বর পালন করা হয় শিক্ষক দিবস এবং ভারত ছাড়া বিশ্বের প্রত্যেকটি দেশেই ৫ অক্টোবর শিক্ষক দিবস পালন করা হয়।