World Environment Day 2023: ৫ ছোট্ট অভ্যাসই বড় বদল আনবে জীবনে, বিশ্ব পরিবেশ দিবসেই শুরু করুন সেগুলি Updated: 05 Jun 2023, 06:30 AM IST Sanket Dhar পরিবেশ দূষণের হার দিন দিন বেড়েই চলেছে। এই অবস্থায় পরিবেশকে বাঁচাতেই বিশ্ব পরিবেশ দিবসের পরিকল্পনা। আপনার পাঁচটি ছোট্ট অভ্যাসেই পরিবেশ দূষণ অনেকটা কমতে পারে। বদল আসবে আগামী জীবনেও।