আর জি কর হাসপাতালের মর্মান্তিক ঘটনার কথা এতক্ষণে কমবেশি অনেকেই জানেন। চেস্ট মেডিসিন বিভাগে স্নাতকোত্তর বিভাগের পড়ুয়ার মৃতদেহ মেলে শুক্রবার। তাঁর শরীরে মিলেছে একাধিক ক্ষত চিহ্ন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে।
এবার আর জি করের ঘটনায় মুখ খুলেছেন রাজ্যমহিলা কমিশনের চেয়ারপার্সন ও তথা বহু বাংলা সিরিয়ালের লেখিকা, পরিচালক, প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়। টিভি৯ বাংলাকে লীনা বলেন, ‘গতকালই (শুক্রবার) গিয়েছিলাম, দেখলাম তদন্ত চলছে, মনে তো হল না কোনও ত্রুটি রয়েছে বলে। একটাই কথা বলতে চাই, মৃতার পরিবারের পাশে রয়েছে রাজ্যের মহিলা কমিশন।’ লীনার কথায়, তাঁদের কাজই তদন্তে ঠিক করে চলেছে কিনা সেটা দেখা, তাঁরা সেটা করেছেন। তবে তদন্ত ঠিকই হচ্ছে। পুলিশের কাছ থেকে তাঁরা রিপোর্ট চেয়েছেন বলেও জানান লীনা।
লীনা জানান, তাঁরা মৃতার পরিবারের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছেন, তবে তাঁরা কেউই কথা বলার মতো পরিস্থিতিতে ছিলেন না। তবে তাঁরা মৃতার বাড়িতে যাবেন বলে ঠিক করেছেন বলেও জানান।