বাংলা নিউজ > টুকিটাকি > Viral News: অ্যান্ড্রয়েডে ২১ অথচ আইফোনে ১০৭! ক্যাপসিকামের দামে কেন আকাশপাতাল ফারাক,ভাইরাল পোস্ট
পরবর্তী খবর
Viral News Capsicum Price:এখন বাড়িতে বসেই শাকসবজি কিনতে পাওয়া যায়। সম্প্রতি এমনই এক অনলাইন গ্রসারি অ্যাপের স্ক্রিনশট ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভাইরাল পোস্টে দেখা যাচ্ছে, অ্যাপটিতে ক্যাপসিকামের দাম ২১ টাকা। কিন্তু সেই দামি নাকি অ্যান্ড্রয়েড ফোনের জন্য। ওই একই ক্যাপসিকামের দাম একটি আইফোনে ১০৭ টাকা। অর্থাৎ একই জিনিসের দাম অ্যান্ড্রয়েড ফোনে এক আইফোনে আরেক।
আরও পড়ুন - গোমূত্র নয়, চিনে বিক্রি হচ্ছে ব্য়াঘ্রমূত্র! মামার প্রস্রাবে নাকি সারছে কঠিন রোগ
দামের আকাশপাতাল তফাত
এ যেন সুযোগ বুঝে দাঁও মারা। সাধারণত বাজারে গিয়ে যারা দরাদরি করেন, তারা কম দামে জিনিসটি কিনে নিয়ে বাড়ি যান। কিন্তু দরাদরি না করলে, বিক্রেতা যা দাম বলছেন, সেই দামেই কিনে ফেলেন। ফলে অনেক সময় দেখা যায়, রুই মাছ একজন কিনছেন ১০০ টাকা কেজিতে। অন্য আরেকজন সেটি কিনলেন ২০০ টাকা কেজিতে। ঠিক এমন ঘটনাই নাকি ঘটেছে ওই অ্যাপে। পোস্টদাতা বিনিতা সিং হর্স পাওয়ার নামক একটি সংস্থার প্রতিষ্ঠাতা। তিনি পোস্টের ক্যাপশনে লেখেন, ওই স্ক্রিনশট দুটি একই সময় একই জায়গায় দাঁড়িয়ে তোলা।আরও পড়ুন - পরোটা বিক্রি ছেড়ে এবার রেস্তোরাঁ খুলছেন রাজুদা? কী কী পাবেন ‘মাই কাটোরি’তে