পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Tips to Lower Your AC Bills: এই গরমে অনেক ক্ষণ এসি চালালেও কম আসবে ইলেকট্রিক বিল, জেনে নিন কীভাবে
গত কয়েক দিন গরম যেন বীভৎস পরিমাণে বেড়ে গিয়েছে। এই গরমে বাড়িতে থাকলেই মনে হচ্ছে এসি ছাড়া থাকতে পারবেন না? কিন্তু বিদ্যুতের বিলের অঙ্ক নিয়ে ভয় পাচ্ছেন? তাহলে আপনার জন্য রইল টিপস। কী করে এই গরমে একটু বেশি সময় এসি ব্যবহার করলেও ইলেকট্রিকের বিল মারাত্মক পরিমাণে বেড়ে যাবে না? জেনে নিন, সেই পদ্ধতিগুলি।
- এসি-র তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখুন। অনেকেই এসির তাপমাত্রা অনেকখানি কমিয়ে দেন। গরম থেকে বাঁচতে ১৬ ডিগ্রিও করে দেন অনেকে। কিন্তু তাতে ইলেকট্রিকের খরচ ব্যাপক হারে বেড়ে যায়। ২৫-২৬ ডিগ্রিতে এসি রাখলে বিদ্যুতের খরচ বিশেষ হয় না।
- অবশ্যই ৫ স্টার দেওয়া এসি কিনুন। তাতে বিদ্যুতের খরচ অনেকটাই কম হবে।
- টাইমার ব্যবহার করুন। তাতে ঘর ঠান্ডা হয়ে গেলে এসি নিজেই বন্ধ হয়ে যাবে। রাতে ঘুমের মধ্যে উঠে এসি বন্ধ করার ইচ্ছা অনেকেরই থাকে না। তাতে প্রয়োজন না থাকলেও বাড়তে থাকে ইলেকট্রিকের বিল।
- খুব পুরনো এসি চালাবেন না। এগুলিতে বিদ্যুতের খরচ বেশি হত। নতুন প্রযুক্তি বিদ্যুৎ খরচ কমানোর চেষ্টা করে।
- বার বার এসি চালু-বন্ধ করবেন না। তাতে বিদ্যুৎ বেশি খরচ হয়। একটানা চালিয়ে রাখলে তুলনায় কম ইলেকট্রিক পোড়ে।
- এসির ফিল্টারটি নিয়মিত পরিষ্কার করা উচিত। তাতেও কমবে বিদ্যুতের খরচ।
- রাতে এসি চালান Sleep Mode-এ। এতে বিদ্যুতের খরচ কমবে।
- রাতে টাইমার দেওয়ার সময়ে ৫ ঘণ্টা এসি চালানোর ব্যবস্থা রাখুন। তাতে পরের দু’ঘণ্টা ঘর এমনিই ঠান্ডা থাকবে। বিশেষ করে ভোরে বাইরের তাপমাত্রা কম থাকে। তখ ঘর চট করে গরম হবে না।
- বাইরের গরম বাতাস ভিতরে ঢোকার পথগুলি ভালো করে বন্ধ করে রাখুন। তাতেও এসির বিদ্যুতের খরচ কমবে।