
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
সব অপেক্ষার শেষ। ঘোষণা হয়ে গেল ইদের। শুক্রবারই ভারতের নানা প্রান্ত থেকে দেখা গিয়েছে শাওয়ালের পবিত্র চাঁদ। আর তার সঙ্গেই শেষ হল পবিত্র রমজান মাস। শুরু হল শাওয়াল মাস। শনিবার দেশ জুড়ে পালিত হবে খুশির ইদ।
এদিন বিকেলের পর থেকে দেশের নানা প্রান্তের মানুষ জানাতে থাকেন, তাঁরা দেখতে পেয়েছেন ইদের চাঁদ। মহারাষ্ট্র, হায়দরাবাদ, উত্তরপ্রদেশে দেখা যায় ইদের চাঁদের। তার পরেই পাকা হয়ে যায় শনিবারই পালিত হচ্ছে খুশির ইদ।
সৌদি আরবে যেহেতু বৃহস্পতিবার চাঁদ দেখা গিয়েছিল, তাই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কবে খুশির ইদ, পালন করা হবে, তা নিয়ে সংশয় ছিল। সাধারণত সৌদি আরবের এক দিন পরে এই সব দেশের বেশির ভাগ অংশে ইদের চাঁদ দেখা যায়। সেক্ষেত্রে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কবে চাঁদ দেখা যাবে, সেটি শুক্রবার নাকি শনিবার— তা নিয়ে সন্দেহ ছিল। তবে শেষ পর্যন্ত সত্যি হল পূর্বাভাস। শুক্রবারই দেখা গেল শাওয়ালের চাঁদ। শনিবার পালিত হবে খুশির ইদ।
ইতিমধ্যেই মালয়েশিয়া আর সিঙ্গাপুরে কবে হবে ইদ, তা জানিয়ে দেওয়া হয়েছে। এই দুই জায়গাতেই ২২ এপ্রিল অর্থাৎ শনিবার পালিত হতে চলেছে খুশির ইদ। এছাড়া মরোক্কোতেও শনিবারেই পালিত হচ্ছে ইদ উল ফিতর। দিল্লির স্কুলেও শনিবার ইদের ছুটি ঘোষণা হয়ে গিয়েছিস। যদিও পুরোটাই নির্ভর করছিল চাঁদ দেখার উপরে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
৳7,777 IPL 2025 Sports Bonus