বাংলা নিউজ > টুকিটাকি > Planetary Parade: সৌরমণ্ডলের ৭ গ্রহ একসঙ্গে! কলকাতার আকাশে দেখা যাবে এই বিরল দৃশ্য? কখন
পরবর্তী খবর
Planetary Parade 2025: বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে পৃথিবী। ২০৪০ সালের আগে আর দেখা যাবে না এই দৃশ্য। এবার সূর্যের একই দিকে জড়ো হচ্ছে সৌরমণ্ডলের সমস্ত গ্রহ। আর সেই দৃশ্যই এবার দেখা যাবে পৃথিবী থেকে। সৌরমণ্ডলে পৃথিবী বাদে রয়েছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন ও ইউরেনাস। প্রায় ৪৫ মিনিট ধরে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য। সূর্যাস্তের ঠিক পরে পরে দেখতে পাওয়া যাবে এই দৃশ্য।
প্ল্যানেটারি প্যারেড
প্রসঙ্গত, গ্রহগুলির সূর্যের একপাশে আসা শুরু হয়েছিল গত জানুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে আরও কিছু গ্রহ সূর্যের একপাশে এসেছে। ২৮ ফেব্রুয়ারি সবকটিকেই দেখা যাবে একসঙ্গে। বিজ্ঞানীদের পরিভাষায় এই মহাজাগতিক ঘটনার নাম প্ল্যানেটারি প্যারেড।আরও পড়ুন - পড়ে যেতে যেতে সামলে নেওয়া…, বাঙালি জীবন যখন সাইকেলের খণ্ডকাব্য
কখন কীভাবে দেখা যাবে?
সূর্যাস্তের পর আকাশে ৪৫ মিনিট দেখা যাবে এই দৃশ্য। কিন্তু খালি চোখে সবকটি গ্রহকে দেখা সম্ভব হবে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। জানা গিয়েছে, শুক্র, মঙ্গল গ্রহ, বৃহস্পতি ও ইউরেনাস খালি চোখে দেখা যাবে। কিন্তু বুধ, শনি ও নেপচুনকে দেখার জন্য দূরবীন বা ছোট টেলিস্কোপের প্রয়োজন হবে।
কলকাতায় কি দেখা যাবে?
বিশ্বের যে যে অঞ্চল থেকে এই দৃশ্য দেখা যাবে তার একটি তালিকা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। ভারতের যেকোনও অঞ্চল থেকেই দেখা যাবে বলে জানা গিয়েছে। মূল বড়় শহর যেমন দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, লখনউ, নয়ডা, ইন্দোর, কানপুর, গুয়াহাটি, গ্যাংটক, আমেদাবাদ, দেরাদুন, হায়দ্রাবাদ, জয়পুর, পুণে থেকে দেখা যাবে এই দৃশ্য। তবে আকাশে মেঘ থাকলে বা বৃষ্টির পূর্বাভাস থাকলে দেখার পথে বাধা আসতে পারে। দূষণের জেরেও ঝাপসা দেখাতে পারে এই মহাজাগতিক দৃশ্য।আরও পড়ুন - যেন গ্রহদের মিছিল! সৌরজগতের ৭ গ্রহকে দেখা যাবে বিশেষ কায়দায়, দেখবেন কীভাবে
দেখার জন্য কিছু টিপস
- একটু অন্ধকার স্থান থেকে দেখা ভালো। যেখানে শহরের প্রচুর আলো নেই। সাধারণত বেশি আলোতে চোখ ধাঁধিয়ে যায়।
- সঙ্গে একটি দূরবীন থাকলে দেখতে সুবিধা হবে। খালি চোখে সবকটি গ্রহ দেখা যাবে না।
- অন্ধকার সয়ে নেওয়ার জন্য চোখকে কিছুটা সময় দিতে হবে। তাকানোর সঙ্গে সঙ্গেই দেখা নাও যেতে পারে এই দৃশ্য।