Parenting Tips 5 Major Mistakes: অনেক সময় বাবা-মা জ্ঞাতসারে বা অজান্তে অভিভাবকত্ব সংক্রান্ত কিছু ভুল করে থাকেন, যা সাধারণ মনে হলেও সন্তানের কোমল মনের ওপর গভীর প্রভাব ফেলে। আপনিও যদি আপনার সন্তানের স্বভাবে জেদ এবং রাগ দেখতে পান, তাহলে প্রথমে নিজের এই ৫টি অভ্যাস পরিবর্তন করা শুরু করুন।