Optical Illusion Test: নববর্ষ মানেই হইহুল্লোড় আর উদযাপন। অনেকে নিশ্চয়ই এই দিন হরর সিনেমা দেখার প্ল্যান করেছেন। তার আগে দেখুন তো এই ছবিতে খুঁজে পান কি না শিয়ালটিকে।
Ad
লুকিয়ে আছে এক শিয়াল
Optical Illusion Test: চোখের খেলার মধ্যেও লুকিয়ে থাকে মগজের নানা প্যাঁচ। অপটিক্যাল ইলিউশন খানিকটা তেমনই। খুঁজে পেতে হিমশিম খেয়ে যাবেন কিছু। কিন্তু দেখা যাবে চোখের একেবারে সামনেই ছিল সেই জিনিসটি। সম্প্রতি এমনই এক অপটিক্যাল ইলিউশন ভাইরাল নেট দুনিয়ায়। ওই ছবিটিতে দেখা যাচ্ছে একটি ভাঙা গাড়ি। তাও যে সে জায়গায় নয়, রীতিমতো একটি ভুতুড়ে পরিবেশে। সেই পরিবেশের মধ্যেই নাকি লুকিয়ে রয়েছে একটি শিয়াল। শিয়ালটিকে খুঁজে বার করাই এই অপটিক্যাল ইলিউশনের চ্যালেঞ্জ।
কে কত আইকিউ
সময় মাত্র ৫ সেকেন্ড। তার মধ্যেই খুঁজে বার করতে হবে কোথায় লুকিয়ে রয়েছে শিয়ালটি। যদি ৫ সেকেন্ডের মধ্যে খুঁজে পান, তাহলে আপনার আইকিউ ১০০-র বেশি। যা সাধারণত খুব বুদ্ধিমান ও স্মৃতিশক্তিসম্পন্ন মানুষের থাকে। তবে পাঁচ সেকেন্ডে খুঁজে না পেলেও সমস্যা নেই বিশেষ। কারণ এই অপটিক্যাল ইলিউশনের উত্তর যারা ১০ সেকেন্ডে দিতে পারবেন, তাঁদের আইকিউও যথেষ্ট বেশি বলেই মনে করা হচ্ছে। বলা হচ্ছে, অন্তত ৯০-এর উপর রয়েছে তাদের আইকিউ।
১. অপটিক্যাল ইলিউশন ডিজিটাল স্ক্রিনে সময় কাটানোর জন্য বেশ ভালো একটি বিকল্প। এতে যেমন চোখের পরীক্ষা হয়, তেমনই মাথার পরীক্ষাও হয়।
২. অনেকেই পার্সোনালিটি অ্যাসেসমেন্ট করাতে চান। কিন্তু তাতে বহু প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু অপটিক্যাল ইলিউশন খুব সহজেই একটি বা দুটি ছবির মাধ্যমে সেই কাজ করে ফেলতে পারে।
৩. তবে অপটিক্যাল ইলিউশন সবসময় যে বিশ্বাসযোগ্য তাও কিন্তু নয়। এখানে দেওয়া তথ্য সর্বসাধারণের জন্য, ব্যক্তি বিশেষে এই তথ্য কখনও কখনও পাল্টে যেতে পারে।
নিচের ছবিতে দাগিয়ে দেওয়া হল শিয়ালটিকে। শিয়ালটি আদতে দাঁড়িয়েছিল গাড়ির ঠিক পাশেই। কিন্তু রাতের অন্ধকার নেমে আসায় সেটি সবার পক্ষে দেখা সম্ভব নয়। একমাত্র যাদের দৃষ্টিশক্তি খুব ভালো, তারাই দেখতে পাবেন!