Optical Illusion Test:চোখের ধাঁধা একই সঙ্গে মস্তিষ্কের ধাঁধানোও বটে। চোখ দায়ে খুঁজতে হলেও মাথাও যথেষ্ট খাটাতে হয়। তবে আজকের চোখের ধাঁধা বা অপটিকাল ইলিউশন পুরোটাই চোখের পরীক্ষা বলা যায়। ছবিটিতে খুঁজে বার করতে হবে একটি হরিণ। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এই অপটিকাল ইলিউশন। একটি গভীর জঙ্গল রয়েছে ছবিটিতে। কিন্তু এখানেই নাকি লুকিয়ে আছে একটি হরিণ। তাকে ৫ সেকেন্ডে খুঁজে বার করার চ্যালেঞ্জ দিয়েছে পোস্টদাতা।
চোখের দৃষ্টি কেমন
অপটিকাল ইলিউশন এমনিতেই চোখের পরীক্ষা। তবে এই ছবি একজনের চোখের ক্ষমতা কত, সেটাও বুঝিয়ে দিতে সক্ষম। এক্স প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া পোস্টটির ক্যাপশনে বলা হয়েছে, যিনি জঙ্গলে লুকিয়ে থাকা হরিণকে ৫ সেকেন্ডে খুঁজে বার করতে পারবেন, তার দৃষ্টিশক্তি দারুণ বলে ধরে নিতে হবে। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় ২০/২০ অর্থাৎ ‘নর্মাল’, চোখে কোনও পাওয়ার নেই।
আরও পড়ুন - গাছ, পাখি না নারীর মুখ? প্রথমে দেখলেন কোনটা? উত্তর বলে দেবে আপনি কীসে বেশি দক্ষ
একটি ছোট হিন্ট
পোস্টটিতে মাত্র ৫ সেকেন্ড সময় থাকলেও আপনার জন্য সময়টা বাড়িয়ে দেওয়া হল। ১০ সেকেন্ডে খুঁজে বার করতে হবে হরিণটিকে। তার সঙ্গে রইল একটি হিন্ট। ছবিটিতে হরিণকে কোনও আলাদা রঙে দেখা যাবে না। দেখা যাবে জঙ্গল আঁকতে ব্যবহৃত রঙগুলিরই কোনও একটি রঙে। এবার খুঁজে ফেলুন ঝটপট।
আরও পড়ুন - ছবিতে কোন বিড়ালটি বেমানান বলুন তো? উত্তর জানান দেবে আপনার প্রিয় পোষ্য কী
অপটিকাল ইলিউশনের উপকারিতা
খোজ জারি থাক, তার মধ্যে জেনে নেওয়া যাক, অপটিকাল ইলিউশনের কিছু উপকারিতা। এর পরের ধাপে জানানো হবে উত্তর।
- অপটিকাল ইলিউশনের মতো খেলা মগজে শান দিতে সাহায্য করে। ফলে এটি কগনিটিভ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
- সময় কাটানোর জন্য অনেকেই বর্তমানে ফোন স্ক্রলিং করতে থাকেন। এতে মস্তিষ্কের ক্ষতি। তার বদলে অপটিকাল ইলিউশনে সময় দিলে মস্তিষ্কের উপকার হয়।
- পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অপটিকাল ইলিউশন। যা রোজকার জীবনেও দরকারি।
জেনে নেওয়া যাক উত্তর
যারা এতক্ষণে উত্তর খুঁজে পেয়ে গিয়েছেন, তারা সত্যিই প্রশংসার যোগ্য। কারণ ছবিটিতে হরিণটি খুঁজে পাওয়া মোটেই সহজ নয়। যারা খুঁজে পাননি তাদের জন্য ছবিতে রইল উত্তর। নিচের ছবিতে গোল করে দেওয়া হল। এই গোলের ভিতরেই দেখতে পাবেন হরিণটিকে।
