পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Covid-19 Medicine: করোনাকালে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এই ওষুধ, জেনে নিন কোন কোন সময়ে খাবেন এটি
যদিও চিকিৎসকরা বারবার বলেছেন, ডাক্তারির জ্ঞান না থাকলে নিজে নিজে চিকিৎসা না করতে, তবু অনেকেই সাধারণ অসুখে টুকটাক ওষুধ খেয়েই থাকেন। তার জন্য চিকিৎসকের কাছে যান না কেউ।
যতই করোনা অতিমারির আকার নিক না কেন, এই সময়েও নিজে নিজে ডাক্তারির পরিমাণ কমেনি। সেই প্রথম ঢেউ থেকে শুরু করে তৃতীয় ঢেউ অনেকেই নিজের ইচ্ছা মতো ওষুধ খেয়ে গিয়েছেন। জানেন কি এই সময়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কোন ওষুধটি? হালের এক সমীক্ষা বলছে, Dolo 650।
কী এই Dolo 650? আসলে এটি অতি পরিচিত Paracetamol 650। এই Paracetamol-ই রয়েছে এই ওষুধটির মধ্যে।
ঠিক কোন কোন কাজে লাগে এই Paracetamol 650? দেখে নেওয়া যাক:
- সাধারণ জ্বর, ঠান্ডালাগা, সর্দির মতো সমস্যা সামলাতে অনেকেই এই ওষুধটি খান। এর বিশেষ কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
- দাঁতের ব্যথা বা অন্য হাল্কা ব্যথা কমাতেও কাজে লাগতে পারে এই ওষুধ। বিশেষ পার্শ্বপ্রতিক্রিয়া নেই চিকিৎসকরা হাল্কা পেনকিলার হিসাবে এই ওষুধটি খেতে দেন অনেক রোগীকে। তবে রোগীকে দেওয়ার আগে তাঁরা কয়েকটি বিষয পরীক্ষাও করে নেন।
- যে মায়েরা স্তন্যপান করান, তাঁরাও Paracetamol 650 খেতে পারেন। দুধে এই ওষুধের তেমন প্রভাব পড়ে না। তবে অবশ্যই ওষুধটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
তবে কোন কোন সময়ে সতর্ক থাকতে হবে:
- শিশুদের এই ওষুধ খাওয়ানোর আগে সতর্ক থাকতে হবে। কারণ Paracetamol 650 প্রাপ্তবয়স্কদের জন্য নিরাপদ হলেও শিশুদের জন্য নয়। সেক্ষেত্রে তাদের Paracetamol 500 খাওয়াতে হবে। সেটিও চিকিৎসকের পরামর্শ নিয়ে।
- যাঁরা নিয়মিত রক্ত পাতলা করার ওষুধ খান, তাঁরা এই ওষুধ নিজেদের ইচ্ছামতো খাবেন না। কারণ তাতে সমস্যা হতে পারে। একই কথা প্রযোজ্য, যাঁরা কিডনির ওষুধ খান, তাঁদের ক্ষেত্রেও। চিকিৎসক না বললে, এই ওষুধ তাঁদের খাওয়া উচিত নয়।
- পেটে আলসারের সমস্যা বা লিভারের সমস্যা থাকলেও এটি খাওয়ার ক্ষেত্রে নিয়ম মেনে চলতে হয়।
- একজন প্রাপ্তবয়স্ক বা স্বাভাবিক ওজনের মানুষেরও দিনে ৩টির বেশি Paracetamol 650 খাওয়া উচিত নয়। সেক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। চিকিৎসকের বলে দেওয়া পরিমাণই খেতে হবে সেক্ষেত্রে।