রিজেক্ট হওয়ার ভয়ে, সুন্দরী কিংবা আকর্ষণীয় মহিলাদের ধারে কাছে ঘেঁষতে চান না পুরুষেরা। বিশেষত তাঁরা যদি নিজেদের সুপুরুষ বলে মনে না করেন, তাহলে আরও সরে থাকতে চান। আধুনিক সম্পর্কের এই যুগে পুরুষের সাইকোলজি বলে এটাই। এমনটাই দাবি করেছেন মনোবিজ্ঞানী এবং রিলেশনশিপ কোচ সাদিয়া খান। নিজের ইউটিউব চ্যানেলে সম্পর্ক নিয়ে নানান পরামর্শ শেয়ার করে থাকেন তিনি৷
তবে এবার পডকাস্ট উই নিড টু টক-এ একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, সাদিয়া এই বিতর্কিত মতামত শেয়ার করেছেন। তিনি এটাই বলেছেন কীভাবে আকর্ষণীয় মহিলাদের সঙ্গে পুরুষ এবং অন্যান্য মহিলাদের আচরণ বদলে যায়। তিনি ব্যাখ্যা করেছেন যে যখন কোনও মহিলাকে খুবই আকর্ষণীয় বলে মনে করা হয়, তখনই তাঁর সঙ্গে অন্যান্যদের আচরণ বদলে যায়।
আরও পড়ুন: (Men's Health: মাখানা পুরুষের জন্য আশীর্বাদের মতো, দুধে মিশিয়ে খেলে কী কী উপকার পাবেন)
সুন্দরী মহিলাদের দেখলে পুরুষের আচরণ বদলে যায় কীভাবে
এ প্রসঙ্গে সাদিয়ার দাবি, পুরুষরা যখন একজন সুন্দরী মহিলাকে দেখেন, তখন তাঁরা সাধারণত দু' টি উপায়ে প্রতিক্রিয়া দেখান - হয় তাঁরা বিস্মিত এবং বিস্ময়বোধ করে, অথবা শত্রু হয়ে ওঠেন। যদি একজন পুরুষের আত্মসম্মান বেশি থাকে, কিংবা নিজেকে ওই মহিলার তুলনায় কম মনে করেন, তাহলে তিনি মহিলাকে আগে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করতে পারেন। তিনি তাঁকে প্রত্যাখ্যানও করতে পারেন। কারণ এ ক্ষেত্রে পুরুষের সাইকোলজি বলে, পুরুষ কখনও সুন্দরীর মহিলার থেকে রিজেক্টেড হতে চান না, রিজেক্টেড হওয়ার যে লজ্জা সেটা অনুভব করতে চান না, তাঁর আত্মসম্মান তাঁকে এক্ষেত্রে বাধা দেয়।
সুন্দরী মহিলাকে দেখলে অন্য মহিলাদের মনে কী চলে
সাধারণ দেখতে মহিলারা আকর্ষণীয় মহিলাদের প্রতি কেমন প্রতিক্রিয়া জানান, জানতে চাইলে সাদিয়া বলেন, আমি নারীদের ক্ষেত্রে যা লক্ষ্য করি তা হল, তাঁরা এমন নারীদের পাশে থাকেন, যার তুলনায় হয়ত তিনি বেশি সুন্দর, বা তাঁর তুলনায় নিজেকে কম মনে করেন না। নিজেদের সুন্দরী ভাবা মহিলারা আকর্ষণীয় মহিলাদের দেখে বিরক্ত হন না। কিন্তু এক্ষেত্রে কোনও মহিলা যদি নিজেদের সম্পর্কে কম মনে করেন, বা সুন্দরী কিংবা আকর্ষণীয় বোধ না করেন, তাহলে নিজেকে আরও ভাল বোধ করানোর জন্য আকর্ষণীয় মহিলাকে কোনও উপায়ে নীচে নামিয়ে আনতে চাইতে পারেন।
আরও পড়ুন: (Amloki For Weight Loss: আমলকি এভাবে খাচ্ছেন? ওজন কমার বদলে বেড়েও যেতে পারে! জেনে নিন সঠিক কায়দা)
বিজ্ঞান কী বলে
স্ক্যান্ডিনেভিয়ান জার্নাল অফ সাইকোলজিতে প্রকাশিত পুরুষদের নিয়ে সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে পুরুষরা নিজেদেরকে খুব আকর্ষণীয় বা খুব সাধারণ হিসাবে দেখেন, তাঁরা মহিলাদের আরও বেশি প্রত্যাখ্যান করেন। তাঁদের সঙ্গে আরও বেশি খারাপ আচরণ করেন।