শীত মানেই ত্বকের শুষ্কভাব শুরু। তবে তার সঙ্গে সবথেকে বড় যে সমস্যা দেখা দেয় তা হল শুষ্ক ঠোঁট। অনেকেরই ঠোঁট ফেটে রক্ত বেরতে শুরু করে। ওপরের সাদা চামড়া ওঠায় দেখায় এবড়ো-খেবড়ো। এমনকী, ঠোঁটের হাল এমন হয়ে যায় যে লিপস্টিক পরলেও দেখতে খারাপ লাগে। তবে, এক চুটকিতেই এর সমাধান করা সম্ভব। ঘরোয়া দেখভালেই ফিরে পেতে পারেন ঠোঁটের নরম, তুলতুলে ভাব। দেখুন কী করবেন--১. রোজ ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে লিপ বাম লাগান। আর আলতো করে লাগিয়েই ছেড়ে দেবেন না। বরং, ক্রিম মাখার মতো করে তা ঠোঁটে তা মাসাজ করে নিন। ২. সকালে দাঁত মাজার সময় ওই ব্রাশ দিয়েই ঠোঁটের ওপরটা হালকা করে ব্রাশ করে নিন সপ্তাহে ২-৩ দিন। এতেও দেখবেন ঠোঁটের উপরে থাকা মৃত কোষ পরিষ্কার হয়ে যাবে। ৩. অ্যালোভেরা জেলের সাথে চিনি মিশিয়েও লিপ স্ক্রাব তৈরি করে নিতে পারেন। এটা ঠোঁটে লাগিয়ে মিনিট তিনেক হালকা মাসাজ করুন। তারপর ধুয়ে ফেলুন। ৪. মধু আর লেবুর রস দিয়ে প্যাক বানিয়ে তা ঠোঁটে লাগান। এতে ঠোঁট প্রয়োজনীয় আদ্রতা পাবে মধুর থেকে, আর লেবুর রস ঠোঁটে যদি কালচে ভাব থাকে তা পরিষ্কার করে দেবে। ৫. বেকিং সোডা জলে গুলে পেস্ট তৈরি করে নিন। ঠোঁটে দু’মিনিট লাগিয়ে রাখুন, তারপর গরমজলে ধুয়ে ফেলুন।