
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন করোনা গাইডলাইন চালু করা হয়েছে। যাতে বলা হয়েছে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো। তার মানে, আবারও ওয়ার্ক ফর্ম হোম। এটাকে বোরিং না ভেবে, একটু উত্তেজক বানিয়ে তুলুন। এতদিন তো দশটা-পাঁচটা কাজের চাপে, আর বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে হারিয়ে ফেলেছিলেন পুরনো রোম্যান্স। আংশিক লকডাউনের সুযোগে, আবারও সেই সম্পর্কের আগের দিনগুলোতে ফিরে যান। উষ্ণতায় ভরে উঠুক দিনগুলো!
ম্যাসাজ দিন
সারাদিন কম্পিউটারের সামনে বসে কাজ করা মানেই ঘাড়ে, কোমরে ব্যথা! রাতে কাজ সেরে একটা হালকা ম্যাসাজ দিয়ে নিন। পরিবেশ রোম্যান্টিক করতে মোমবাতি জ্বালিয়ে নিন ঘরে। এরোম্যাটিক অয়েল দিয়ে ভালো করে ম্যাসাজ দিন। এতে যেমন সারাদিনের ক্লান্তি কাটবে, তেমনই সুযোগ পাওয়া যাবে কাছাকাছি আসার।
একসঙ্গে কাজ করুন
এতদিন নয় ঘরের সমস্ত কাজ ভাগ করে রেখেছিলেন। এবার একসঙ্গে কাজ করুন। দেখবেন অনেকটা সময় একসাথে কাটছে। রান্না করা, ঘর গোছানো এমনকী জামা-কাপড় ধোয়ার সময়তেও একসঙ্গে থাকুন।
সারপ্রাইজ দিন
মল, রেস্তোরাঁ, সিনেমা হল বন্ধ মানে বাড়ির বাইরে পা রাখার সুযোগ কম। তার মানে ঘরে ফিটফাট থাকবেন না এমন নয়। ছুটির দিনটায় ওর মনের মতো করে নিজেকে সাজিয়ে নিন। তারপর? বসে যান কোনও রোম্যান্টিক বা ইরোটিক সিনেমা দেখতে!
ক্যান্ডেল লাইট ডিনার
সঙ্গীর পছন্দের ডিশ রান্না করে, খাবার টেবিল সুন্দর করে সাজিয়ে, পানীয়ের বোতল বা গ্লাস হাতে হয়ে যাক একটা মাখোমাখো ক্যান্ডেল লাইট ডিনার। দোকান খোলা না থাকলেও অনলাইনে আনিয়ে নিতে পারেন তাঁর পছন্দের গিফট। আর ডিনার শেষে তা তুলে দিতে পারেন সঙ্গীর হাতে।
৳7,777 IPL 2025 Sports Bonus