বাংলা নিউজ > টুকিটাকি > Holi 2025: বসন্ত পঞ্চমী থেকে হোলি খেলা শুরু হয় এই গ্রামে! দ্বাপর যুগ থেকেই নাকি এই রীতি
পরবর্তী খবর
Holi History In Vrindavan Mathura: সারা দেশে হোলি একটি দিন পালিত হলেও মথুরার রীতি রেওয়াজ আলাদা। বৃন্দাবন ও মথুরা শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র। তাই হোলি বিশেষভাবে পালিত হয় এই দুই অঞ্চলে। বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো কাটলেই মথুরায় শুরু হয়ে যায় হোলি। গোটা দেশে যেদিন হোলি তার ৪০ দিন আগে থেকে। মথুরার হোলিতে অন্যতম আকর্ষণ ভারতবিখ্যাত বাঁকে বিহারী মন্দির। এই মন্দিরে বিভিন্ন রঙের পাত্র তৈরি করা হয়। সেগুলিতে রং ভরে প্রথমে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয়। এর পর শুরু হয় হোলি খেলা।
আরও পড়ুন - ছবিতে কোন বিড়ালটি বেমানান বলুন তো? উত্তর জানান দেবে আপনার প্রিয় পোষ্য কী
দ্বাপর যুগের ঐতিহ্য
হোলি খেলার এই ঐতিহ্য দ্বাপর যুগ থেকেই প্রচলিত। রাধার জন্মস্থান বারসানা। সেখানে বেশ জাঁকজমকপূর্ণ হোলি উদযাপিত হয় প্রতি বছর। কথিত আছে, নন্দ গ্রামের গোপাল কৃষ্ণের ছদ্মবেশ নিয়ে বারসানা গিয়েছিলেন। এই গ্রামে প্রথমে রাধাকে হোলি খেলার আমন্ত্রণ জানানো হয়। মন্দির পরিষেবা পাওয়ার আমন্ত্রণ গ্রহণ করে। বারসানার হোলি লাড্ডুমার হোলি নামে পরিচিত। কারণ এই দিন ভক্তদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়।আরও পড়ুন - ‘সহপাঠীরা ভয় পেত’! বিরলতম রোগে ভুগেই বিশ্বরেকর্ড গড়লেন আত্মবিশ্বাসী ললিত