1 মিনিটে পড়ুন Updated: 09 Mar 2023, 09:30 AM ISTSanket Dhar
H3N2 influenza: এইচ৩এন২ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের নয়া স্ট্রেইন। শুধু বাংলা নয়, সারা দেশ জুড়েই প্রভাব ফেলতে এই ভাইরাস। ঘরে ঘরে জ্বর সর্দি কাশির জন্য প্রধানত এটি দায়ী বলে মনে করছেন চিকিৎসকরা।
এইচ৩এন২ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের নয়া স্ট্রেইন
ঋতু বদলের সময় শুরু হতেই ঘরে ঘরে জ্বর সর্দি কাশি শুরু হয়েছে। ছোট ছোট খুদেরাই এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। শুধু তাই নয়, কিছু ক্ষেত্রে পরিস্থিতি বেশ গুরুতর হয়ে উঠছে। হাসপাতালে ভর্তি করতে হচ্ছে রীতিমতো। অ্যাডিনোভাইরাসের পাশাপাশি এই রোগের কারণ হিসেবে উঠে আসছে আরেকটি ভাইরাসের নাম। এইচ৩এন২ ইনফ্লুয়েঞ্জা, নয়া এই ভাইরাস রীতিমতো নাজেহাল করে দিচ্ছে সবাইকে। চিকিৎসকদের কথায়, কিছু ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এই নয়া স্ট্রেইন রীতিমতো ভয়ের। এর মারাত্মক প্রভাবে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে একরত্তিদের।
আর্টেমিস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক শিবাংশু রাজ গয়াল বলেন, ইনফ্লুয়েঞ্জা আর কোভিড দুইই ভাইরাল রোগ। খুব সহজেই এই রোগ দুটি ছড়িয়ে পড়ে। তবে রোগ দুটির চরিত্র অনেকটাই আলাদা। বর্তমানে শুধু বাংলা নয়, সারা ভারতেই এই এইচ৩এন২ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রকোপ বাড়ছে। এর জেরে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে অনেকে। তবে চিকিৎসকের কথায়, বর্তমানে ভারতে ইনফ্লুয়েঞ্জা এ গ্ৰুপের একটি বিশেষ ভাইরাস এইচ৩এন২ ইনফ্লুয়েঞ্জা। যা প্রাপ্তবয়স্কদের মধ্যেই বেশি ছড়াচ্ছে। অন্যদিকে খুদেরা আক্রান্ত হচ্ছে ইনফ্লুয়েঞ্জা বি গ্ৰুপের ভাইরাস ও অ্যাডিনোভাইরাসে। কেন এত ভয়াবহ আকার নিচ্ছে এই ভাইরাসগুলি? চিকিৎসক শিবাংশু রাজ গয়াল এর উত্তরে জানান, গত কয়েক বছরে লকডাউনের কারণে সেভাবে বাড়ি থেকে বেরোননি কেউ। তার জেরেই দুর্বল হয়ে পড়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে প্রতিহত করার মতো ক্ষমতা তৈরি হয়নি শরীরে। সে কারণেই এখন এই ভাইরাসগুলি মাঝে মাঝেই ভয়াবহ আকার নিচ্ছে।
সিকে বিড়লা হাসপাতালের ফুসফুস বিশেষজ্ঞ চিকিৎসক কুলদীপ কুমার গ্রোভার বলেন, জ্বর, সর্দি, কাশি ইত্যাদি রোগলক্ষণ এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও দেখা যায়। তবে ইনফ্লুয়েঞ্জার থেকে কোভিডে এই উপসর্গগুলি বেশি দেখা যায়। এছাড়াও প্রচন্ড মাথা ব্যথা, পেশিতে ব্যথার মতো লক্ষণও দেখা দিতে থাকে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক