'বলি মা কি তোর একার?' কিছুদিন আগেই দেবীমূর্তির মধ্যে চুপচাপ বসে থাকা একটি কুকুরছানার ছবি ভাইরাল হয়েছিল। এবার আবারও খবরের শিরোনামে উঠে এল দুই কুকুর। বেঙ্গালুরুর পুজো প্যান্ডেলে তারা দুজন ঠাকুর দেখতে গিয়েছিল। শুধুই কি তাই মায়ের থেকে আশীর্বাদ চেয়ে নেয় তারা। অস্কার আর কর্মর কাণ্ড দেখে মুগ্ধ সবাই। কেউ কেউ যেমন তাদের প্রশংসা করেছে, কেউ আবার তেমন প্রশ্ন তুলেছেন। আজকাল কুকুরের হামলায় আহত বা মৃত্যু হচ্ছে এমন ঘটনাও তো কম ঘটছে না তাই তাঁরা প্রতিবাদ জানিয়েছেন।
দুর্গাপুজোর প্যান্ডেলে কুকুর!
ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে, সেখানে ক্যাপশনে লেখা হয়েছে 'আপনার কী মনে হয় প্যান্ডেলে কুকুর ঢুকতে দেওয়া উচিত নাকি উচিত নয়।' ভিডিয়োতে দেখা যাচ্ছে দুটি গোল্ডেন রেট্রিভার কুকুর নীল রঙের জামা পরে পুজো প্যান্ডেলে আসছে। তারপর সেই প্যান্ডেলে থাকা পুরোহিত তাদের কপালে তিলক কেটে দেন, প্রসাদ দেন। ভিডিয়োর শেষে দেখানো হয় আশা করব 'অন্যান্য প্যান্ডেলের লোকজন যেন বোঝেন মা দুর্গা নিজেই সিংহের সঙ্গে আসেন।' অর্থাৎ প্যান্ডেলে যেন কুকুরদের ঢুকতে দেওয়া হয়।
অস্কার আর কর্ম প্যান্ডেলে এসে এতটাই খুশি হয় যে তারা নিজেরা এগিয়ে গিয়ে তিলক পরে। আবার পুরোহিতের গালও চেটে দেয়। খায় সন্দেশ।
আরও পড়ুন: মাছ দিয়ে তৈরি হল চা! বাঙালি ভ্লগারের কীর্তি দেখে নেটপাড়া বলছে-'ওয়াক থু'
আরও পড়ুন: পুজো পুজো ফিল মিসিং? বানিয়ে ফেলুন শিউলি ফুলের পকোড়া! 'বিচুটি পাতা খান' মন্তব্য নেটপাড়ার