প্রতিদিনের ঘরোয়া জীবনে কাঁচ বা স্টিলের বাসন ব্যবহার করা হলেও পুজোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় পিতল, কাঁসা বা রুপোর বাসন। স্বাভাবিকভাবেই সারা বছর এগুলি সেইভাবে ব্যবহার না করার জন্য অনেক সময় লাল বা কালচে দাগ পড়ে যায় বাসনগুলির গায়ে। এমতাবস্থায় তড়িঘড়ি পুজোর (Durga Puja 2024) বাসন পরিষ্কার করবেন কীভাবে?
খুব কম বাড়িতেই দুর্গাপুজো হয়, কিন্তু দুর্গাপুজোর সময় বাড়ির ঠাকুরকে পুজো করেন প্রায় প্রত্যেকে। তাই এই সময় খুব স্বাভাবিকভাবেই পুজোর বাসন বের করে ব্যবহার করার প্রয়োজন পড়ে। দুর্গাপুজোর পরেই লক্ষ্মীপূজো বা কালীপুজো উপলক্ষেও এই বাসনগুলি ব্যবহার করা হয়। সারা বছর একই জায়গায় পড়ে থেকে থেকে বাসনগুলি লালচে হয়ে যায়, তাই আজ এই প্রতিবেদনে জানুন কীভাবে সহজ পদ্ধতিতে পরিষ্কার করে ফেলতে পারবেন পুজোর বাসন (Utensils Cleaning)।
(আরও পড়ুন: সাদামাটা পদ ছেড়ে পুজোয় বানিয়ে ফেলুন চিকেন মালাইকারি, দেখে নিন রেসিপি)
রুপোর বাসন: রুপোর বাসন যদি কালচে হয়ে যায় তাহলে ছাই দিয়ে পরিষ্কার করে ফেললেই সেগুলি ঝকঝকে হয়ে যায়। ছাই দিয়ে ভালো করে ঘষার পর একটি শুকনো সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিন বাসন গুলি।কিন্তু কোনও স্ক্রাবার ব্যবহার করবেন না। যদি বাড়িতে ছাই না থাকে তাহলে টুথপেস্ট ব্যবহার করলেও একই ফল পাবেন।
পিতলের বাসন: প্রায় প্রত্যেক বাড়িতেই পুজো উপলক্ষে একাধিক পিতলের বাসন থাকে। এক বালতি গরম জলে হালকা গুঁড়ো সাবান মিশিয়ে পিতলের বাসনগুলি বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিন। আধঘন্টা পর জলে ভিজিয়ে রাখা তেঁতুল দিয়ে বাসন গুলি ভালো করে ঘষুন। এরপর ফের গরম জল দিয়ে ধুয়ে নিন বাসন গুলি। শেষে ঠান্ডা জলে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই ব্যাস চকচকে হয়ে যাবে আপনার পিতলের বাসন।
(আরও পড়ুন: পুজোয় পার্টি হোক বা আড্ডা, চর্চায় থাক লিভিং রুম! জানুন ঘর সাজানোর মোক্ষম টিপস)
কাঁসার বাসন: অর্ধেক পাতিলেবুর সঙ্গে ভালো করে নুন মাখিয়ে কাঁসার বাসন গুলি ঘষে নিন। ২০ মিনিট একই ভাবে রেখে দিন। এরপর ঠান্ডা জলে-বাসন গুলি ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন কেমন চকচক করছে আপনার কাঁসার বাসন।
তামার বাসন: এক কাপ জলের মধ্যে ৩০ মিনিট তেঁতুল ভিজিয়ে রেখে দিন। এরপর হাত দিয়ে পাত্রের গায়ে ভালো করে তেঁতুল মাখিয়ে নিন। বেশ কিছুক্ষণ একইভাবে রেখে দিন। তারপর ভালো করে ঘষে ঠান্ডা জলে পরিষ্কার করে নিলেই আপনার তামার বাসন ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে।