বাংলা নিউজ >
টুকিটাকি > রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে কন্ডোম কম্পানির শুভেচ্ছাবার্তা অন্য মেজাজে! রকেট গতিতে ভাইরাল এই 'দুটি লাইন'
পরবর্তী খবর
রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে কন্ডোম কম্পানির শুভেচ্ছাবার্তা অন্য মেজাজে! রকেট গতিতে ভাইরাল এই 'দুটি লাইন'
1 মিনিটে পড়ুন Updated: 16 Apr 2022, 06:59 PM IST Sritama Mitra বলিউডের এই হাইভোল্টেজ বিয়ে ঘিরে পূজা ভাট থেকে করিশ্মা কাপুরদের মতো তাবড় স্টার তথা পরিবারের সদস্যদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। তবে তারই মাঝে আলাদা করে নজর কেড়েছে কন্ডোম সংস্থা ডিউরেক্স। উল্লেখ্য,রণবীর অভিনীত 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ফিল্মের একটি বিখ্যাত গানকে কেন্দ্র করে কন্ডোম সংস্থা তাদের পোস্ট তুলে ধরে সোশ্যাল মিডিয়ায়।