Bnaff International Film Festival: কলকাতা শহরের বুকে এবার অনুষ্ঠিত হতে চলেছে বাঁফ আন্তর্জাতিক মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল। কানাডার বাঁফ শহরে প্রতি বছর এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব থেকে বাছাই করা সেরা অ্যাডভেঞ্চার ডকুমেন্টরিগুলি প্রদর্শন করা হয় পৃথিবীর বিভিন্ন শহরে। এবার সেই উদ্যোগের অংশ হল কলকাতাও। বিশেষ কিছু শর্ট ফিল্ম এ বার দেখানো হবে মহানগরীর বুকে। ১৫ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় দি হিমালয়ান ক্লাব, মুম্বাই এবং ড্রিম ওয়ান্ডারলাস্ট-এর উদ্যোগে মহাজাতি সদনে দেখানো হবে দশটি বাছাই ছবি। ছবিগুলির বিষয় বস্তুর মধ্যে রয়েছে 'রক ক্লাম্বিং', 'কাইট ফ্লাইং', 'বেস জাম্পিং', 'প্যারা গ্লাইডিং', 'স্কিইং', 'মাউন্টেন বাইকিং'-এর মতো সব রোমহর্ষক বিষয়।
পর্বতারোহী অনিন্দ্য মুখোপাধ্যায়ের কথায়, 'অ্যাডভেঞ্চারের উপাদান থাকলেও এগুলো সত্যিকারের গল্প, স্বপ্ন দেখার গল্প, অনুপ্রাণিত হওয়ার গল্প। যেটা আমার মনে হয় আজকালকার দিনে অত্যন্ত জরুরি। দিনরাত চার দেওয়ালের মধ্যে স্মার্ট ফোনে আটকে না থেকে প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করাও দরকার, আর সেই কাজেই অনুঘটকের কাজ করবে এই চলচ্চিত্র উৎসব।
চলচ্চিত্র উৎসবের অন্যতম উদ্যোক্তা নীলাঞ্জন পাত্র বলেন, মানুষ কি করতে পারে সেটা জানতে হলে আসতে হবে এই ফেস্টিভ্যালে। নয় বছরের ফ্রেয়া আর পাঁচ বছরের জ্যাকসন বিগ ওয়াল ক্লাইম্ব করে সাড়া ফেলে দিয়েছিল, তার উপর তৈরি ছবি 'টু পয়েন্ট ফোর ' যেমন থাকছে, পাশাপাশি আবার অর্মেলে কোর্টয়াস-এর পৃথিবীর উচ্চতম হিমবাহ লেকে কাইট সার্ফিং-এর রোমহর্ষক দৃশ্য নিয়ে তৈরি ছবি 'ওয়ান ডিগ্রি পেরু'। থাকছে ক্যানসার রোগী ক্লাস উইলিয়ামস যাবতীয় প্রতিবন্ধকতা পেরিয়ে পাহাড়ে ওঠার গল্প।" ছোটোদের সঙ্গে আনার অনুরোধও জানিয়েছেন উদ্যোক্তারা। তাঁদের দাবি, এই ধরনের ছবি কেবল প্রাপ্তবয়স্কদেরই নয়, ভবিষ্যতে বিশ্বভ্রমণের আগ্রহ জাগিয়ে তুলবে শিশু-কিশোরদের মনেও।