ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি হল ইদ উল আযহা বা ইদ উল আজহা বা ইদ উল আধহা। চলতি ভাষায় এই উৎসবকে কোরবানির ইদ বা বকরি ইদ বলা হয়। আবার অনেকে এই উৎসবকে ইদুজ্জোহাও বলে থাকেন। ইদুল আযহা মূলত আরবি বাক্যের অংশ। এর অর্থ হল ‘ত্যাগের উৎসব’। ত্যাগের মধ্যে দিয়ে এই ইদ পালন করা হয়। এই উৎসবের মূল বিষয় হল ত্যাগ করা। এই দিন আপনার প্রিয় মানুষদের ইদের শুভেচ্ছা জানান।
- শুভ রজনী, শুভ দিন, রাত পোহালেই ইদের দিন। ইদ মোবারক বন্ধু।
- ইদ পাবে না প্রতিদিন, তাই উপভোগ করো সারাদিন, দাওয়াত রইলো ইদের দিন। ইদ মোবারক বন্ধু।
- আসছে ইদ, লাগছে ভালো, তাইতো তোমায় বলতে হল, ইদের দিন আরও সুন্দর হোক বন্ধু
আরও পড়ুন: ২০৫০-র মধ্যে ১৩০ কোটি মানুষ ডায়াবিটিসে ভুগবেন, সতর্ক করলেন বিজ্ঞানীরা
আরও পড়ুন: চারটি আসনেই মন থাকে ফুরফুরে আর চাঙ্গা, জানুন পদ্ধতি
- ইদ মানে আকাশ ভরা আলো, ইদ মানে সবাই থাকবে ভালো, ইদের অগ্রিম শুভেচ্ছা প্রিয় বন্ধু
- ইদের এই আনন্দ উৎসবে, আলাহ তোমাকে অনেক আনন্দ দিক…তাঁর আশীর্বাদে তোমার জীবনে শান্তি আসুক…ইদের দিন এই দোয়া করি।
- বকরি ইদ মোবারক। ইদের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার জীবন ভরে উঠুক খুশি ও আনন্দে।
- মেঘলা আকাশ মেঘলা দিন, এল সবার খুশির দিন, ইদ মোবারক বন্ধু আমার
- ইদের দিন গরিব-দুঃখীর খবর নিন। নতুন কাপড় কিনে নিন, দাওয়াত রইলো ইদ এর দিন, এই দিন সুন্দর হোক।
- পবিত্র ইদের দিনে এসেছ তুমি শুভক্ষণে। মিষ্টি মুখ করে যাও ইদের শুভেচ্ছা নিয়ে যাও। ইদের মোবারক বন্ধু। জীবনে তুমি অনেক সুখী হও
- তোমার সকল কাছের মানুষ এবং পরিজনদের সঙ্গে এই দিন উদযাপন করো, তোমার জীবন ও মন ভালোবাসায় ভরে উঠুক। ইদ মোবারক তোমার পরিবারের সকলকে।