মানবদেহে প্রস্টেট ক্যানসার হলে তার কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা যায়। যেমন মূত্রত্যাগের সমস্যা, হঠাৎ ওজন কমে যাওয়া বা গোপনাঙ্গে নির্দিষ্ট কিছু সমস্যা। তা থেকে বোঝা সম্ভব যে কোনও ব্যক্তির প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। কিন্তু, এই ক্যানসারের একটি বিরল লক্ষণ দেখা গেল। যা কার্যত হতবাক করেছে চিকিৎসকদের। দাঁতের সমস্যা নিয়ে একজন ব্যক্তি চিকিৎসকের কাছে গিয়েছিলেন। আর সেখানে গিয়ে ওই রোগী যা জানতে পারলেন তাতে কার্যত তার মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। জানা যায়, ওই রোগী আসলে প্রস্টেট ক্যানসারে আক্রান্ত।
আরও পড়ুন: বয়স ৪০ পেরোলেই সাবধান পুরুষেরা! প্রোস্টেট ক্যানসার থেকে বাঁচতে নতুন চিকিৎসার হদিশ
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রোগীর বয়স ৭৪ বছর। সম্প্রতি দাঁতে ব্যাথা এবং মাড়ি ফোলার সমস্যা নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বাম দিকের চোয়ালের নিচের দিকে তিনি ব্যাথা অনুভব করেন। এই অবস্থায় সমস্যা সমাধানের জন্য চিকিৎসক দাঁত তুলে ফেলার সিদ্ধান্ত নেন।
কিন্তু, দাঁত তোলার পরেও ব্যথা কমেনি। উলটে মাড়ি আরও ফুলে যায়। শেষ পর্যন্ত অবস্থার অবনতি হওয়ায় তিনি ফের চিকিৎসকের কাছে যান। সেখানে চিকিৎসক তাঁর সিটি স্ক্যান করার পরামর্শ দেন। সেই রিপোর্টে রোগীর চোয়ালে একটি ক্ষত দেখতে পান চিকিৎসক। তখন তিনি আরও পরীক্ষার পরামর্শ দেন। একাধিক পরীক্ষার পরে চিকিৎসক নিশ্চিত হন যে চোয়ালে তৈরি হওয়া ক্ষতটি আসলে একটি মেটাস্ট্যাটিক প্রস্টেট ক্যান্সার। এটি এমন একটি পরিস্থিতি যখন ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। অন্যান্য অনেক ক্যান্সারের মতো প্রস্টেট ক্যান্সারও চোয়ালে ক্ষত তৈরি করতে পারে বলে জানান ওরাল সার্জন ডাঃ আন্দ্রেজ বোজিক।
প্রস্টেট ক্যানসার কি?
প্রস্টেট সাধারণত পুরুষদের তলপেটে থাকা একটি ছোট গ্রন্থি। এই গ্রন্থি শুক্রাণু বহনের জন্য প্রয়োজনীয় সেমিনাল তরল তৈরি করে। সেখানেই ক্যানসার হলে সেটাকে প্রস্টেট ক্যানসার বলা হয়।
প্রস্টেট ক্যানসারের প্রধান লক্ষণগুলি কী কী?
সাধারণত, প্রস্টেট ক্যানসারের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কোনও লক্ষণ বা উপসর্গ দেখা যায় না। যার ফলে এটি শনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়ে। যদি একজন ব্যক্তি প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হন তবে তিনি প্রস্রাবের সমস্যা, প্রস্রাবের প্রবাহে শক্তি গতি কমে যাওয়া, প্রস্রাবে রক্ত, ওজন হ্রাস, লিঙ্গ শিথিলতার লক্ষণ দেখা যেতে পারে। তবে এক্ষেত্রে দাঁতে ব্যাথা বা মাড়ি ফুলে যাওয়ার সমস্যা বিরল বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। ডাঃ আন্দ্রেজ বোজিকের মতে, চোয়ালের হাড়ে একটি রক্ত সঞ্চালন এবং সক্রিয় অস্থি মজ্জা রয়েছে। মেটাস্ট্যাটিক ক্যানসার কোষের বৃদ্ধির সঙ্গেসঙ্গে তাই এখানেও সমস্যা দেখা দিতে পারে। তবে এর মানে হল ওই ক্যানসার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এটি খুবই বিরল বলে তিনি জানাচ্ছেন।