নিতম্ব বড় করার ইচ্ছে ছিল অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত সুযোগটা এসেছিল বন্ধুর তরফেই। এক বন্ধু সবেমাত্র এই বিষয়ে একটি কোর্স শেষ করেছে। নিতম্ব বড় করার কোর্স আদতে একটি গুরুত্বপূর্ণ কোর্স। এর জন্য লাগে অস্ত্রোপচারের দক্ষতা ও চিকিৎসাবিজ্ঞানের অভিজ্ঞতা। কিন্তু সেসব কিছুই ছিল দুই সপ্তাহের বিউটিশিয়ান কোর্স করা ওই তরুণীর। তবে বন্ধু যখন করাতে চায়, নিজের দক্ষতাও ফলিয়ে নিতে দ্বিধা করেনি সে। অল্প পয়সাতেই নিতম্ব বড় করার ‘অফার’ দেয় তার বন্ধুকে। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। নিতম্ব বা পেছন বড় করার অস্ত্রোপচার করতে গিয়ে ঘটে যায় বিপত্তি। অপারেশন টেবিলেই মৃত্যু হয় তরুণীর।
(আরও পড়ুন: চুটিয়ে প্রেম করার জন্য পুরো গ্রামের কারেন্ট অফ করত যুবতী! )
সম্প্রতি রাশিয়াতে এই ঘটনা ঘটেছে। সেখানে মিকা সাবাসোভা নামে এক তরুণীর মৃত্যু ঘটেছে পেছন বড় করার অস্ত্রোপচার করতে গিয়ে। বন্ধুর দেওয়া সুযোগ মেনে অল্প পয়সায় এই অস্ত্রোপচার করতে গিয়েই মৃত্যু হয় তাঁর। প্রসঙ্গত, একটি অ্যানাস্থেশিয়া ইনজেকশনের জেরেই তার মৃত্যু হয়। ইনজেকশনটি পুশ করার মাত্র দশ মিনিটের মধ্যেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত ওই বন্ধু মহিলাকে গ্রেফতারও করে তার বাড়িতে গৃহবন্দী করে রাখা হয়েছে। সংবাদ মাধ্যমকে সূত্রে খবর, ওই অস্ত্রোপচারের জন্য সব মিলিয়ে ১৫৪ ইউরো দাবি করেছিল ওই মহিলা। উমা এম নামের অভিযুক্ত বিউটিশিয়ান বন্ধুর অস্ত্রোপচারের জন্য ঘরের মধ্যেই ব্যবস্থা করেছিলেন। অ্যানাস্থেশিয়া দেওয়ার দশ মিনিটের মৃত্যু হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগও মেলেনি।
(আরও পড়ুন: বাঘে-হাতিতে একসঙ্গে কী হবে? প্রকল্প জুড়ে দেওয়া নিয়ে সরব বিশেষজ্ঞরা )