করোনা কেড়ে নিল আর এক তারকার প্রাণ। এবার করোনার বলি ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথ। বয়স হয়েছিল ৭৪ বছর। হলিউডের জনপ্রিয় হরর ছবি 'উইচফাইন্ডার জেনারেল' (১৯৬৮) ছবিতে অভিনয়ের জন্যই আজও হিলারি হিথকে মনে রেখেছে গোটা বিশ্বের সিনেমাপ্রেমীরা। হলিউড রিপোর্টার জানিয়েছে, অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করছে তাঁর পুত্রসম অ্যালেক্স উইলিয়ামস।অভিনয়ের পাশাপাশি প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। হিউ গ্র্যান্ট অভিনীত ‘অ্যান অফুলি বিগ অ্যাডভেঞ্চার (১৯৯৫), অ্যালান রিকম্যান ও গ্যারি ওল্ডম্যানের ‘নিল বাই মাউথ’ (১৯৯৭)-এর ছবিগুলি তৈরীতে আর্থিক সহায়তা করেছেন হিলারি হিথ। ইংল্যান্ডের লিভারপুলে জন্ম হয়েছিল হিলারির। পরিচালক মাইলেক রীভসের উইচফাইন্ডার জেনারেলের সঙ্গেই ১৯৬৮ সালে রূপোলি সফর শুরু করেন হিলারি হিথ। এরপর ‘দ্য বডি স্টিলারস’, ‘দ্য অবলং বক্স’, ‘দ্য ফাইল অফ দ্য গোল্ডেন গুস’ এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। সত্তরের দশকে ব্রিটিশ রঙ্গমঞ্চেরও পরিচিত মুখ ছিলেন হিলারি হিথ। ১৯৭৪ সালে ট্যালেন্ট এজেন্ট ডানকান হিথের সঙ্গে বিয়ের পর্ব সেরেছিলেন অভিনেত্রী,যদিও ১৯৮৯ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। নব্বইয়ের দশকে একাধিক টেলিভিশন সিরিজ প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন হিলারি। ২০১৪ সালে মুক্তি পায় হিলারি হিথ প্রযোজিত শেষ সিরিজ ‘জামাইকা.ইন’।