শনিবার ২৯ জুন হাড্ডাহাড্ডি নয় কেবল রুদ্ধশ্বাস ম্যাচের পর ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারায় ভারত। টি২০ বিশ্বকাপের ট্রফি তোলে রোহিত বিরাটরা। এদিনের ম্যাচে বিরাট কোহলি একক ভাবে ৭৬ রান বানিয়েছিলেন। এমনকি ম্যান অব দ্য ম্যাচ খেতাবও পান তিনি। আর এবার বিশ্বজয়ের পরই তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। আর সেটার হাত ধরেই আরও একটি রেকর্ড গড়ে ফেললেন কিং কোহলি।
রেকর্ড গড়ল বিরাট কোহলির পোস্ট
এই ৩৫ বছর বয়সী খেলোয়াড় টি২০ বিসওকাপ জেতার পরই তাঁদের ট্রফি ধরা মুহূর্তের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেই ছবিটি পোস্ট করে বিরাট লেখেন, 'এর থেকে ভালো দিনের স্বপ্ন দেখিনি। ঈশ্বর মোহন। এবং আমি তাঁর কাছে আমার মাথা নত করছি। আমরা ফাইনালি পেরেছি।' তিনি এই পোস্টটি ৩০ জুন করেন। আর মাত্র একদিনেই সমস্ত রেকর্ড ভেঙে ফেলে এটি।
প্রথম ভারতের সব থেকে বেশি লাইক পাওয়া পোস্ট হয় বিরাটের এই পোস্টটি। তারপর এশিয়ার আগের রেকর্ড ভেঙে এটিই বর্তমানে এই মহাদেশের সবথেকে বেশি লাইক পাওয়া ইনস্টাগ্রাম পোস্ট। বর্তমানে (এই প্রতিবেদন লেখার সময়) ১ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৭১০ লাইক পেয়েছে। সঙ্গে বহু কমেন্ট তো আছেই।
কারা কী লিখলেন?
কাজল, রণবীর সিং, সহ একাধিক তারকারা তাঁর পোস্টে মন্তব্য করেছেন। বাদ যাননি তাঁর অনুরাগীরা। এক ব্যক্তি লেখেন, 'আপনাকে পেয়ে আমরা ধন্য।' কেউ আবার লেখেন, 'আপনি সত্যিই কিং কোহলি।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'স্মরণীয় মুহূর্ত হয়ে থাকল।'
প্রসঙ্গত এদিন ভারতের বিশ্বকাপ জয়ের পর একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে। তার মধ্যে কোনও ভিডিয়োতে কোহলিকে নাচতে দেখা গিয়েছে, কোনওটায় আবার পরিবারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলতে দেখা গিয়েছে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার হাই ভোল্টেজ ম্যাচ
শনিবার প্রথমে ব্যাট করে ভারত। তাঁরা ২০ ওভারে ১৭৭ রান তোলে। একটা সময় সেই রান চেজ করতে নেমে মনে হচ্ছিল যেন দক্ষিণ আফ্রিকা জিতে যাবে। কিন্তু সূর্য কুমার যাদবের একটা ক্যাচ হঠাতই যেন খেলার মোড় ঘুরিয়ে দেয়। অবশেষে ৭ রানে জয়ী হয় ভারত।