বিক্রান্ত মাসে-র করবা চৌথ পালেনর ছবি আপাতত টক অফ দ্য টাউন! আর হবে নাই বা কেন, স্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গেল অভিনেতাকে। যা দেখে রীতিমতো চোখ কপালে নেট-নাগরিকদের।
বিক্রান্ত-শীতলের করবা চৌথ পালনের ছবি:
সোমবার করবা চৌথ পালনের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নেন বিক্রান্ত। প্রথম ছবিতে, শীতলকে একটি চালুনির মাধ্যমে তার স্বামীর দিকে তাকাতে দেখা যায়, যা করবা চৌথের অন্যতম বড় নিয়ম। চাঁদের দিকে তাকিয়ে, তারপর স্বামীর দিকে তাকানো, এই অনুষ্ঠানের প্রধান আচার। মনে করা হয়, এতে স্বামীরা দীর্ঘায়ু হন।
পরের ছবিতে, শীতলকে দেখা যায় বিক্রান্তের পা ছুঁতে। আর তারপরের ছবিতেই বিক্রান্ত স্পর্শ করেছেন স্ত্রীর পা। শেষ স্লাইডে, বিক্রান্তকে একটি গ্লাস ধরে থাকতে দেখা যায়, আর তাতে চুমুক দিচ্ছিলেন শীতল। ছবি শেয়ার করে বিক্রান্ত ক্যাপশনে লেখেন, ‘ঘর’! সুমনা চক্রবর্তী ক্যাপশনে লিখেছেন, ‘তীয় ছবি - সেরা’। সেই ক্লিকের উল্লেখ করে যেখানে বিক্রান্ত শীতলের পা স্পর্শ করেছেন। দেখুন-
বয়সে কি বিক্রান্ত ছোট?
কমেন্টে অনেক নেটিজেনই বিক্রান্তের এই কাজের প্রশংসা করেছেন। আবার কেউ জানতে চেয়েছেন, শীতল কি কোনোভাবে বয়সে বড় অভিনেতার থেকে? বলে রাখি, ১৯৮৭ সালে এপ্রিল মাসে জন্ম অভিনেতার, বর্তমানে তাঁর বয়স ৩৭ বছর। আর শীতলের জন্ম ১৯৯১ সালের নভেম্বরে। তিনি এখন ৩২ বছরের, অর্থাৎ স্বামীর থেকে ৫ বছরের ছোট। এই পায়ে হাত রাখার অর্থ হল, স্বামী-স্ত্রীর একে-অপরের প্রতি সম্মান দেখানো। যা একটি সুখী বিবাহের অন্যতম চাবিকাঠি।
শীতল ও বিক্রান্তের সম্পর্ক:
চলতি বছরেই মা-বাবা হয়েছেন শীতল আর বিক্রান্ত। ছেলের নাম রেখেছেন ‘বরদান’! অর্থাৎ আশীর্বাদ। সন্তানের নাম ঘোষণার সময় তাঁরা যৌথ বিবৃতি দিয়ে লিখেছিলেন, ‘সত্যি তো আশীর্বাদের চেয়ে কম নয়...আমরা তাঁর নাম রেখেছি বরদান!!!’ ২০১৫ সাল থেকে সম্পর্কে রয়েছেন বিক্রান্ত আর শীতল।
২০১৫ সালে ডেটিং শুরু করেন তাঁরা। একতা কাপুরের বিখ্যাত সিরিজ ব্রোকেন বাট বিউটিফুল-এ একসঙ্গে কাজ করেছিলেন। ২০১৯ সালে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের রোকা (এনগেজমেন্ট) হয়। এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল ২০২১ সালে। কিন্তু করোনা আর লকডাউনের কারণে তা বাতিল হয়। এরপর ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি তাঁরা আইনি বিয়ে করেন। তারপর সামাজিক বিয়েও করেন ১৭ ফেব্রুয়ারি।
গত বছর, বিক্রান্ত চর্চায় আসেন ২০২৪ সালের সিনেমা টুয়েলভথ ফেল-এর কারণে। যেখানে তাঁর দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে জিতেছিলেন ফিল্মফেয়ারও। যেখানে তিনি একজন আইপিএস অফিসারের চরিত্রে অভিনয় করেন।