'সনক' ছবিতে রুক্মিণী মৈত্রর নায়ক ছিলেন তিনি। সম্প্রতি কলকাতায় পা রেখেছিলেন অভিনেতা বিদ্যুৎ জামাল। উপলক্ষ্য়, আগামী ছবি 'আইবি সেভেন্টিওয়ান'-এর প্রচার। কলকাতায় এসেই বুধবার কালীঘাটে পুজো দেন বিদ্যুৎ। অভিনেতা জানান, তাঁর বাবা সেনা বাহিনীতে ছিলেন, আর তাই শৈশবের তিন বছর তাঁর কলকাতাতেই কেটেছে। সেসময় রেসকোর্সের কাছেই থাকতেন তাঁরা। পড়াশোনা করেছেন কেন্দ্রীয় বিদ্যালয়ে। তাই কলকাতায় ছবি প্রচারে এসে বহুদিনের ইচ্ছে পূরণ করতে পেরেছেন বলে জানান অভিনেতা।
জানা যাচ্ছে, ৭০-এর দশকে ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমিকায় তৈরি হতে চলেছে তাঁর আগামী ছবি ‘আইবি সেভেন্টিওয়ান’। ইন্টেলিজেন্স ব্যুরোর একজন স্পেশাল এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই ছবি প্রসঙ্গে আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে নানান কথা জানান বিদ্যুৎ জামাল। ‘আইবি সেভেন্টিওয়ান’-এ তাঁর অন্যান্য ছবির তুলনায় এই ছবিতে অ্যাকশন তুলনামূলক কম। তবে বারবার অ্যাকশন ছবিতে অভিনয়ের কারণে অভিনেতা হিসাবে তাঁর উপর একপেশে ছাপ পড়ে যাচ্ছে না কি? এই কথায় বিদ্যুৎ জামাল সাফ কথায়, ‘মাইকেল জ্যাকশনকে কেউ গান ছেড়ে অন্যকিছু করতে বলেনি, আবার বিরাট কোহলিকেও কেউ নিশ্চয় ইলেকট্রিশিয়ানস হতে বলবেন না?’ অভিনেতার কথায়, অ্যাকশন ছবির পরিধি বেশ বিস্তৃত, বলিউডেও এখন বড় বাজেটের অ্যাকশন ছবি হচ্ছে।
আরও পড়ুন-দ্বিতীয় বিয়ের পর ফের অন্তঃসত্ত্বা মা, শুনে ঠিক কী অনুভূতি হয়েছিল ১৫ বছরের পলকের?
বলিউডে বহিরাগত হয়ে ধীরে ধীরে মাথার ঘাম পায়ে ফেলে নিজের জায়গা তৈরি করেছেন বিদ্যুৎ। তাঁর কথায়, বলিউডে জায়গা করা সহজ নয়, সেখানে নানা প্রদেশ থেকে ছেলেমেয়েরা এসে কাজ করেন। তাঁর সাফ কথা, কেউ কোনও বদল আনবেন, সেটা তিনি বিশ্বাস করেন না, তিনি নিজেই পরিবর্তন আনতে চান।