বাংলার রকস্টার বলতে একজনকেই সকলে বোঝে বা চেনে, রূপম ইসলাম। দেশে বিদেশে ছড়িয়ে তাঁর অগণিত ভক্ত। ফসিলসের শো মানেই কালো জামাদের ভিড়, হেডব্যাং। আর এ হেন রূপম ইসলামের হামসকলের খোঁজ পেল নেটপাড়া। ভিডিয়ো ভাইরাল হতেই কী বলছেন সেখানকার বাসিন্দারা?
আরও পড়ুন: ১৪ বছর পর ফের 'পেয়ারেলাল' -এর সঙ্গে দেখা বরখার! এবার খাদানে আসছেন যমুনা হয়ে, প্রকাশ্যে এল লুক
কী ঘটেছে?
এদিন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনও পাড়ার কালীপুজোর অনুষ্ঠানে এক ব্যক্তি গান গাইছেন। আর তাঁকে দেখতে অবিকল রূপম ইসলামের মতোই। সেই একই রকম চশমা, কালো জামা, চুলের ধরনও এক। গাইছেনও ফসিলসের গান, এই একলা ঘর আমার দেশ। আর সেই ভিডিয়ো দেখেই হেসে কূলকিনারা পাচ্ছেন না নেটিজেনরা। ট্রোল করেছেন বেশ কিছু জায়গায় বেসুরো হওয়ার জন্য।
কে কী বলছেন?
ফেসবুকে হুহু করে ছড়িয়ে পড়েছে রূপম ইসলামের হামসকলের এই ভিডিয়ো। সেখানেই এক ব্যক্তি লেখেন, 'মিশো থেকে অর্ডার করা রূপম ইসলাম।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'চাই রূপমকে, এদিকে বাজেট নেই। সেই হাল!' তৃতীয় জন লেখেন, 'সস্তায় অর্ডার করা রূপম।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'ফলিসস না, এই ব্যান্ডের নাম ফাজিলস।' কেউ কেউ আবার মশকরা করে লেখেন, 'রূপম হিন্দু/ রূপম খ্রিস্টান।' কারও মতে, 'জয় রক না, জয় শক!'
আরও পড়ুন: ডিভোর্স তো হবে, কত টাকা পেতে পারেন রহমানের স্ত্রী? জানুন সঙ্গীত কিংবদন্তির সম্পত্তির হাল-হকিকৎ
তবে সবাই যে মজা করেছেন তেমনটা নয়। এক ব্যক্তি লেখেন, 'আশা করব উনি যেন একদিন ওঁর আদর্শের সঙ্গে দেখা করতে পারেন। উন্নতি করেন আরও।' আরেকজন ভাইরাল গায়কের পরিচয় প্রকাশ্যে এনে লেখেন, 'এখানে যে গান গাইছেন ওঁর নাম সৌম্য শাসমল , বাড়ি হলদিয়াতে। দাদাকে অনেক আগে থেকে চিনি, নিতান্তই ভদ্র মানুষ। এবং যখন থেকেই চিনি এইরকম রূপম লুক এই দেখে আসছি , উনি রূপম দাকে নিজের ইশ্বর মনে করেন। আর আমরা যাকে অনুসরণ করি তার কিছু বৈশিষ্ট্য তো আমাদের মধ্যে চলে আসে তাই না। দাদাকে আমি পার্সোনালি চিনি, তাই এতগুলো কথা বললাম, ভুল কিছু বলে থাকলে ক্ষমার চোখে দেখবেন।'