গত বেশ কিছুদিন ধরেই কার্গিল ও লাদাখের বিভিন্ন অঞ্চলে ডেরা বেঁধেছেন আমির খান ও 'লাল সিং চাড্ডা' ছবির গোটা টিম। রয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ-ও। জোরকদমে সেসব জায়গায় শুটিং চলছে এই সিনেমার। কয়েকদিন আগে দক্ষিণী তারকা নাগা চৈতন্যও কার্গিল ও লাদাখের এইসব অঞ্চলে হাজির হয়েছিলেন'লাল সিং চাড্ডা'-র শুটিং সারা জন্য। সোশ্যাল মিডিয়ায় আমির ও কিরণের সঙ্গে তোলা তাঁর সেলফিও আপলোড করতে দেখা গেছে তাঁকে। উল্লেখ্য, নিজের বিবাহ বিচ্ছেদের বিবৃতিও কার্গিল থেকেই কয়েকদিন আগে জারি করেছিলেন আমির। এবার তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠল লাদাখের পরিবেশ দূষিত করার। গত বেশ কিছুদিন ধরেই কার্গিল ও লাদাখের বিভিন্ন অঞ্চলে ডেরা বেঁধেছেন আমির খান ও 'লাল সিং চাড্ডা' ছবির গোটা টিম। রয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ-ও। জোরকদমে সেসব জায়গায় শুটিং চলছে এই সিনেমার। কয়েকদিন আগে দক্ষিণী তারকা নাগা চৈতন্যও কার্গিল ও লাদাখের এইসব অঞ্চলে হাজির হয়েছিলেন'লাল সিং চাড্ডা'-র শুটিং সারা জন্য। সোশ্যাল মিডিয়ায় আমির ও কিরণের সঙ্গে তোলা তাঁর সেলফিও আপলোড করতে দেখা গেছে তাঁকে। উল্লেখ্য, নিজের বিবাহ বিচ্ছেদের বিবৃতিও কার্গিল থেকেই কয়েকদিন আগে জারি করেছিলেন আমির। এবার তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠল লাদাখের পরিবেশ দূষিত করার।|#+|এক টুইটার ব্যবহারকারী সম্প্রতি একটি ভিডিও ভাগ করেছেন নেট দুনিয়ায়। তাঁর তোলা ওই ভিডিওতে দেখা যাচ্ছে লাদাখের ওয়াখা গ্রামে পাহাড় ঘেরা এক বিস্তীর্ণ প্রান্তের মধ্যে বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে বেশ কিছু জিনিস। সেগুলো ঠিক কী ভিডিওতে তা স্পষ্ট না হলেও ভিডিওতে বিবরণী দেওয়া ওই ব্যক্তির কথা থেকে জানা গেল তা অসংখ্য প্লাস্টিকের বোতল। ভিডিওর ক্যাপশনে লেখা,' লাদাখের ওয়াখা গ্রামের বাসিন্দাদের এই উপহার দিলেন বলিউড তারকা আমির খান। আমিরের 'লাল সিং চাড্ডা' ছবির টিম কিছুদিন আগেই শুট সেরে গেছে এখানে। তার ফল দেখুন। এখানেই না থেমে আমিরের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সত্যমেব জয়তে’-র প্রসঙ্গ তুলে সেই ব্যক্তির দাবি, 'পরিবেশ সুস্থ রাখা নিয়ে কেবল ভাল ভাল কথা বলেন আমির, কিন্তু নিজে কী করেন দেখুন!’ বলাই বাহুল্য, এই ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তেই তা ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। নেট নাগরিকরা একহাত নিয়েছে আমিরকে। তবে এখনও পর্যন্ত 'লাল সিং চাড্ডা'-র তরফে এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য করতে শোনা যায়নি।