গুঞ্জন তো ছিলই, তবে সকলকে চমকে দিয়ে ২০২১-এ আচমকাই বিয়েটা সেরে সকলকে চমকে দেন ক্যাটরিনা ও ভিকি। ক্যাটরিনা ও ভিকির বিয়ের বিষয় নাকি বিশেষ কেউ-ই জানতেন না। শুধুমাত্র দুই পরিবারের কাছের মানুষদের উপস্থিতিতে রাজস্থানে তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের কথা তাঁরা সোশ্যাল মিডিয়ায় জানালেও বিয়ে ভিকি বা ক্যাটরিনা কেউই বিশেষ মুখ খোলেননি। তবে আজকাল ভিকিকেই মাঝেমধ্যে স্ত্রীকে নিয়ে নানান কথা ফাঁস করতে শোনা যায়।
ভিকি পঞ্জাবি পরিবারের ছেলে, অন্যদিকে ক্যাটরিনা ক্রিশ্চান মা ও মুসলিম বাবার পরিবার থেকে উঠে আসে একজন মেয়ে। তিনি ব্রিটিশ নাগরিক। যদিও এখন পাকাপাকিভাবে ভারতেই থাকেন। কিন্তু দুই ভিন্ন পরিবার থেকে আসার কারণে তাঁদের খাদ্যাভ্যাসও আলাদা। সম্প্রতি এবিষয়েই এক সাক্ষাৎকারে প্রশ্নের মুখে পড়েছিলেন ভিকি কৌশল।
আরও পড়ুন-অপ্রতিরোধ্য! ছুটছে শাহরুখের অশ্বমেধের ঘোড়া, 'জওয়ান'-এর বিশ্বব্যাপী আয় কত হল?
আরও পড়ুন-আরও পড়ুন-আরও পড়ুন-আরও পড়ুন-‘আমি সেদিন কান্না থামাতে পারিনি, মৃণালদা এসে জড়িয়ে ধরেছিলেন’: আর মিঠুনের সঙ্গে সম্পর্ক ভাঙলেও ওঁর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এবং আছে: মমতা শঙ্কর
ভিকি বলেন, আমাদের বিয়েটা হল 'পরাঠা ওয়েডস প্যানকেক'-এর মতো। ভিকি জানান, ক্যাটরিনা যেমন প্যানকেক পছন্দ করেন, তেমন ভিকির পছন্দ পাঞ্জাবি পরিবারের চিরাচরিত পরোটা। ভিকির কথায়, ‘ক্যাট প্যানকেক ভালোবাসলেও পরোটাও খায়। ও আমার মায়ের হাতের পরোটা খেতে খুব ভালোবাসে। ওয়াইট বাটারের সঙ্গে পরোটা খেতে ভালোবাসে ক্যাট। আমি যদিও প্যানকেক বিষয়টা বুঝি না, তবে আমারও ওটা মন্দ লাগে না।’