শেক্সপিয়র বলেছিলেন ‘নামে কীই বা আসে যায়…’। তবে অনেকেই এবিষয়ে দ্বিমত পোষণ করে বলেছিলেন, ‘নামে এসে যায় বৈকি’। আর এবার নামের কারণেই বিড়ম্বনায় পড়তে হল অভিনেতা বরুণ ধাওয়ানকে। অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত সেমিফাইনালে উঠতেই ক্রিকেটার বরুণ চক্রবর্তীর বদলে বরুণ ধাওয়ানকেই মেসেজ করতে শুরু করেন অনুরাগীরা।
ঠিক কী ঘটেছে?
ICC চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ট্র্যাভিস হেডকে আউট করার পরে বরুণ চক্রবর্তীকে কার্যত মসিহার চোখে দেখছেন ভারতীয় ক্রিকেট ফ্যানরা। ভালোবাসায় ভরানো হচ্ছে বরুণকে। তবে অনেকেই এক্ষেত্রে ভুল বরুণকে কৃতিত্ব দিয়ে ফেলছেন। অনেকেই বরুণ চক্রবর্তীর জায়গায় বলিউড তারকা বরুণ ধাওয়ানের ইনস্টাগ্রাম পোস্টে গিয়ে প্রশংসাসূচক কমেন্ট করে বসেছেন বহু নেটিজেন। বুঝুন কাণ্ড!
তবে নেটিজেনদের এই ভুলে বেশ মজাই পেয়েছেন বরুণ ধাওয়ান। এক নেটিজেন তাঁকে বলেন, ‘ভাই, তোমার ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে খেলা উচিত ছিল।’ যে ফাইনালে ভারতের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছিলেন হেড। আর এমন মন্তব্য দেখে সরাসরি ভুল ধরিয়ে না দিয়ে বরুণ ধাওয়ান পাল্টা মজা করে লেখেন, ‘BCCI-কে (ভারতীয় ক্রিকেট বোর্ড) বলা উচিত যে গলি ক্রিকেটে আমারও ৩৫ বছরের অভিজ্ঞতা রয়েছে।’ একজন আবার বলেন, ‘থ্যাঙ্ক ইউ বরুণ ভাই।’
তবে বরুণ ধাওয়ানকে যে নেটিজেনরা অনেকেই ভুল করে বোলার বরুণ চক্রবর্তী ভেবে বসেছেন, সেবিষয়টি নজর এড়ায়নি আসল ক্রিকেটারেরও। তিনিও তাই এক্ষেত্রে মশকরা করতে ছাড়েননি। বুধবার বরুণ ধাওয়ার ইনস্টাগ্রামে নিজের একটি শার্টলেস ছবি পোস্ট করতেই তাঁর নিচে গিয়ে কমেন্ট করে এসেছেন ভারতীয় দলের স্পিনার বরুণ চক্রবর্তী। ধাওয়ানের ছবির নিচে চক্রবর্তী লেখেন, ‘Well bowled bhaiya’। অর্থাৎ ‘খুব ভালো বল করেছেন ভাই’।
আরও পড়ুন-'নিম ফুলের মধু'র শেষদিনের সেলিব্রেশনে নিমন্ত্রণ পাননি? মুখ খুললেন ‘ছোটকা’ প্রসূন গায়েন