শানের পর এবার বলিউডের গায়ক উদিত নারায়ণের বহুতলে ভয়াবহ আগুন। জানা যাচ্ছে, সোমবার রাত ৯টার দিকে মুম্বইয়ে জাতীয় পুরস্কার বিজয়ী গায়ক উদিত নারায়ণের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সূত্রের খবর, বৈদ্যুতিক যন্ত্রপাতির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যাচ্ছে। গায়ক উদিত নারায়ণের বহুতলের বাসিন্দাদের তরফেই এই আগুন লাগার খবর পৌঁছে দেওয়া হয় ফায়ার ব্রিগেড। ঘটনাস্থলে জরুরি ভিত্তিতে পৌঁছোন দমকলকর্মীরা। তবে গায়ক ও তাঁর পরিবার সুরক্ষিত বলেই জানা যাচ্ছে।
উদিত নারায়ণ মুম্বইয়ের আন্ধেরির শাস্ত্রী নগরের স্কাইপ্যানের বাসিন্দা। জানা যাচ্ছে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে অ্যাপার্টমেন্টটি ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল। দীর্ঘক্ষণের চেষ্টায় দমকলকর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।
জানা যাচ্ছে, স্কাইপ্যান অ্যাপার্টমেন্টের ১১ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর গায়ক উদিত নারায়ণ থাকেন, ওই বহুতলের ৯তলায়। জানা যাচ্ছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় গায়কের এক প্রতিবেশীর প্রাণহানিও হয়েছে। মৃতের নাম রাহুল মিশ্র। ওই বহুতলের ১১ তলাতেই থাকতেন তিনি। অগ্নিকাণ্ডে গুরুতর জখন হয়েছিলেন তিনি। তাঁকে তৎক্ষণাৎ কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি।
আরও পড়ুন-পাঠান পরিবারে জন্মেও ছিলেন নিরামিষাশী, বাঙালি সুতপাকে বিয়ে করতে হিন্দু হতেও নাকি রাজি ছিলেন ইরফান খান?
আরও পড়ুন-কহো না প্যায়ার হ্যায় মুক্তির সময় হৃত্বিকের বয়স ছিল ২৫,ফের আসছে এই ছবি, ফিরে দেখা পুরনো মুহূর্ত…