Tunte Serial Update: কটকি কাপড়ে রথ সাজিয়ে রঙ্গনের মান বাঁচাল তুঁতে, এবার কি বাড়বে ঘনিষ্ঠতা? Updated: 27 Jun 2023, 09:09 AM IST Subhasmita Kanji Tunte Serial New Episode: স্টার জলসার পর্দায় সদ্যই যে দুটো ধারাবাহিক শুরু হয়েছে তার অন্যতম হল তুঁতে। শুরু থেকেই দর্শকদের নজর কাড়ছে এই ধারাবাহিক। রঙ্গনকে বিপদে ফেলতে চায় তাঁর দাদা কিন্তু রথের উৎসবে তাঁর পাশে থেকে বিপদ তাড়াল তুঁতে।