ফিকশনে চলতি সপ্তাহেও সেরা স্টার জলসার অনুরাগের ছোঁয়া। বিগত কয়েক মাস ধরেই বেঙ্গল টপার থেকে নাড়ানো যাচ্ছে না এই ধারাবাহিককে। সূর্য-দীপার মান-অভিমান যেন দর্শক মন থেকে বেরই হচ্ছে না। কিছুতেই টক্কর দিতে পারছে না জি বাংলার জগদ্ধাত্রী।
এদিকে নন ফিকশনে কিন্তু টপার জি বাংলা। ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড ওপেনিং-এর টিআরপি ৭.৬। ছাড়িয়ে গেল বরাবর সেরার জায়গা ধরে রাখা দিদি নম্বর ১-কেও। এবার ডান্স বাংলা ডান্সের সবচেয়ে বড় চমক মহাগুরুর আসনে বসে থাকা মিঠুন চক্রবর্তী। বছর কয়েক আগে ডান্স রিয়ালিটি শো'তে ‘ডান্স ডান্স জুনিয়র’এ মিঠুনের দেখা মিলেছিল ঠিকই, কিন্তু সেটা স্টার জলসায়। এবার চ্যানেল বদলে জি বাংলায় হাজির হলেন মিঠুন। দর্শকরা বরাবরই ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে ফের দেখতে চেয়েছেন মিঠুনকে। দর্শকদের ভালোলাগার কথা মাথায় রেখেই মিঠুনকে ফিরিয়ে আনা। সঙ্গে বিচারকের আসনে তিন সুন্দরী নায়িকা-- মৌনি রায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আরও পড়ুন: টিআরপিতে ফের সেরা দশে মিঠাই! টপার অনুরাগের ছোঁয়া হলেও চমক দিল রাঙা বউ-নিম ফুলের মধু
চলতি সপ্তাহে দিদি নম্বর ১-এর টিআরপি ৬.৪। ২০১০ থেকে একটানা চলছে এই শো। রচনা বন্দ্যোপাধ্যায় তো এখন ‘টেলিভিশনের দিদি’। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের জীবনের নানা ওঠাপড়ার গল্প, রোজনামচা, মজার মজার খেলা দেখতে দর্শকরা রোজ বিকেলে বসে যান টিভির সামনে। আরও পড়ুন: তথাগতর সঙ্গে সব সমীকরণ অতীত! লাল বেনারসি, মাথায় ওড়না, বিয়ে করতে চললেন দেবলীনা