‘গাঁটছড়া’র ভক্তরা খুশি হয়ে যান। কারণ তাঁদের পছন্দের ধারাবাহিক ফের উঠে এসেছে টিআরপি তালিকার পয়লা নম্বরে। গত সপ্তাহেই নেমে গিয়েছিল একেবারে ৩ নম্বরে। তবে খড়ি-ধদ্ধি-দ্যুতি-রাহুল-বণির ম্যাজিক আবারও কাজ করেছে। চ্যানেল টপার হয়েছে গাঁটছড়া ধুলোকণাকে হারিয়ে দিয়ে। আসলে লালন-ফুলঝুরি মাত্র ১ নম্বর কম পেয়েছে। তবে দর্শকরা বলছে ওই ন্যাকা ন্যাকা ট্র্যাক লালনের মনে নেই বউকে, ফুলঝুরিও নাকি বুঝতে পারছে না এটাই তাঁর বর কি না, খুব একটা ভালো লাগছে না। তাই আগামী সপ্তাহগুলোতে হয়তো এই নম্বর আরও কমতে পারে। আশার আলো চড়ুই-এর প্রেম। নেগেটিভ রোলের পজিটিভ দিক যদি কিছুটা বাঁচাতে পারে। মিঠাই আরও নেমে গেছে। গত সপ্তাহে ছিল ৫ নম্বরে। এখন ৬-এ। সেদিন শুরু হওয়া জগদ্ধাত্রীকে পর্যন্ত হারাতে পারেনি। তবে জগদ্ধাত্রী যেভাবে এগোচ্ছে তাতে লালন বা খড়িকেও সাবধান হতে হবে কিন্তু! গৌরী এলো আর আলতা ফড়িং এবারেও দুই আর তিনে। না বেড়েছে না কমেছে। নম্বর অনেকটা কমেছে সাহেবের চিঠির। প্রতীক-দেবচন্দ্রিমার এই ধারাবাহিক নিয়ে যকততটা প্রত্যাশা ছিল, ততটা কাজ হল না। দর্শক তাঁদের উৎসাহ ধীরে ধীরে হারিয়ে ফেলছে সেটা পরিষ্কার। বরং সেদিক থেকে মাধবীলতা- নিয়ে প্রত্যাশা রাখা ভালো। আশা করা যাচ্ছে জগদ্ধাত্রীর মতো এটাও নামজাদা মেগাদের টেক্কা দিয়ে যাবে ভবিষ্যতে। এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা-প্রথম- গাঁটছড়া (৮.১)দ্বিতীয়- ধুলোকণা (৮.০)তৃতীয়- গৌরী এলো (৭.৭)চতুর্থ- আলতা ফড়িং (৭.২)পঞ্চম- জগদ্ধাত্রী (৭.০)ষষ্ঠ- মিঠাই (৬.৭), লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৭)সপ্তম- মাধবীলতা (৬.৫) অষ্টম- খেলনা বাড়ি (৬.২)নবম- অনুরাগের ছোঁয়া (৬.১)দশম- সাহেবের চিঠি (৫.৯)খুব সম্ভবত পুজোর পরই বন্ধ হবে পিলু। তার টিআরপি ৪.৬। কপাল পুড়তে পারে বোধিসত্ত্বও। টিআরপি চলতি সপ্তাহে ৩.৮। বন্ধ হতে পারে রাহুল-রুকমার লাল কুঠিও। যার টিআরপি এবারে ৪.৬।