রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিম্যাল’-এ কাজ করার পর থেকে তৃপ্তি এখন বেশ পরিচিত নাম। এখন তাঁর হাতে এখন অনেক কাজ। এই মুহূর্তে কেরিয়ারের শীর্ষে রয়েছেন তৃপ্তি। তবে সাম্প্রতিক সাফল্যে কি পেশাদারিত্ব ভুললেন তৃপ্তি?
অভিযোগ, সম্প্রতি জয়পুরে আয়োজিক একটা অনুষ্ঠানে টাকা নিয়েও নাকি যাননি তৃপ্তি দিমরি। এফআইসিসিআই এফএলও-র জয়পুর চ্যাপ্টারের নারীশক্তি অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছিন, যে তৃপ্তি মঙ্গলবার তাঁদের অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে তারপরেও তিনি সেখানে উপস্থিত হননি। জেএলএন মার্গে আয়োজিত হয়েছিল সেই অনুষ্ঠান। তবে ৫.৫ লক্ষ টাকা নিয়েও তৃপ্তি সেই অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার কারণে, বেজায় চটে যান মহিলা আয়োজকরা। তাঁর ছবিতে কালি লেপে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তৃপ্তির ছবিতে সেই কালি লেপার ভিডিয়ো।
যদিও জয়পুরের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃপ্তি। অভিনেত্রীর মুখপাত্র নিজের বক্তব্য বিবৃতি দিয়ে জানিয়েছেন, সেই বিবৃতিতে লেখা হয়েছে, তৃপ্তি তাঁর আসন্ন ছবি ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও-র প্রচারের সময় তাঁর সমস্ত পেশাদার বাধ্যবাধকতাকে সম্মান করেছেন। সিনেমা সংক্রান্ত সমস্ত অনুষ্ঠানে নির্ধারিত সময়ই উপস্থিত ছিলেন।'
পাশাপাশি জয়পুরের অনুষ্ঠানের জন্য ৫ লক্ষ টাকা নেওয়ার দাবি অস্বীকার করে বিবৃতিতে লেখা হয়েছে, ‘উল্লেখযোগ্যভাবে, তিনি তার প্রচারমূলক দায়িত্বের বাইরে কোনও ব্যক্তিগত উপস্থিতি বা ইভেন্টে অংশ নেননি বা অংশ নেওয়ার প্রতিশ্রুতিও দেননি। এটা স্পষ্ট করা গুরুত্বপূর্ণ যে এই কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য কোনও অতিরিক্ত ফি বা অর্থ গ্রহণ করা হয়নি।’
আরো পড়ুন-দিন ঠিক হওয়ার পরও বিয়ে ভেঙে গিয়েছিল, মিঠুন দাদাসাহেব ফালকে জেতায় কী বললেন মমতা শঙ্কর?