টলিউডে খুব জনপ্রিয় নীল ভট্টাচার্য আর তৃণা সাহার জুটি। ২০২১ সালে কলকাতায় বেশ জাঁকজমক করেই বিয়েটা করেছিলেন দুজন। তাঁদের বিয়েতে নিমন্ত্রিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝে এই দম্পতির ভাঙনের খবর আসতে কপালে ভাঁজ পড়েছিল অনুরাগীদের। তা তৃণা কাকে ‘জিগর কা টুকরা’ বলে ডাকলেন?
নিজের ‘ফারি বেবি’র সঙ্গে পরিচয় করালেন তৃণা সোশ্যাল মিডিয়াকে। ক্যাপশনে লিখলেন, ‘দেখুন আমার জিগর কা টুকরা… চিনি’। তৃণার পোস্টে কমেন্ট করেছেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা। অভিনেতা লিখেছেন, ‘আরে কনগ্রাচুলেশন… নিয়ে আয় একদিন’। তৃণা লিখলেন, ‘উই আমার সবথেকে বেশি অধিকার কিন্তু’। তবে তৃণার এই নতুন সদস্যের ছবিতে কোনও মন্তব্য আসেনি নীলের থেকে। নেই লাইকও।
আপাতত নীল রয়েছেন ব্যাংককে ‘বাংলা মিডিয়াম’ ছবির শ্যুটে। সঙ্গে রয়েছেন ধারাবাহিকের নায়িকা তিয়াসা লেপচা। তৃণা যদিও এখন কলকাতাতেই। ব্যস্ত ‘বালিঝড়’-এর শ্যুটে। আরও পড়ুন: শিবায়ের চেয়েও খারাপ ব্যবসা ভোলা-র! আইপিএলের শুরুতেই হোঁচট খেল অজয়ের ছবি, মোট আয় ১৮.৬o কোটি
স্টার জলসাতেই আসছে নীল আর তৃণার ধারাবাহিক। তবে টিআরপি-তে সেভাবে খেল দেখাতে না পারলেও সেরা দশে নিজের জায়গা পাকা করে রেখেছে বাংলা মিডিয়াম। নিম ফুলের মধু-র সঙ্গে পেরে উঠছে না জনপ্রিয়তার টক্করে। কৃষ্ণকলি জুটিকে ফিরিয়ে এনেও সেভাবে খুব একটা লাভ হয়নি। আরও পড়ুন: মলদ্বীপে দেবের সঙ্গে জুটিতে প্রথম ছবি শেয়ার রুক্মিণীর, আর এক বিশেষ প্রতিশ্রুতি
অন্য দিকে, তৃণার বালিঝড় তো হাবুডুবু খাচ্ছে মিঠাই-এর কাছে। দু বছরের পুরনো, প্রাইম টাইম থেকে সন্ধে ৬টার স্লটে দিয়ে দেওয়া আদৃত-সৌমিতৃষার ধারাবাহিককে হারাতে পারছে না বালিঝড়। দু মাসের কাছাকাছি হয়ে গেলেও এক সপ্তাহেও টিআরপি স্কোর পাঁচের ঘরে যায়নি। এখানেও কিন্তু পুরনো জুটিকেই ফেরানো হয়েছে। খড়কুটো-র তৃণা সাহা আর কৌশিক রায়, সঙ্গে রয়েছেন ধুলোকণা-র ইন্দ্রাশীষ রায়। ত্রিকোণ প্রেমের গল্পও এনে দিতে পারছে না টিআরপি।
এদিকে নীল-তৃণাকে নিয়ে কিছুদিন আগেই শুরু হয়েছিল ডিভোর্সের জল্পনা। খবর রটেছিল, আলাদা থাকছেন দুজন। একসঙ্গে বহু মাস সোশ্যাল মিডিয়ায় ছবি না দেওয়ায় এরকম খবর রটে। যদিও বিচ্ছেদের খবরকে ভাঁওতা বলেছেন কর্তা-গিন্নি দুজনেই। কিন্তু আদৌ তাঁদের সে দাবি কতটা ঠিক, তা ভবিষ্যতই বলবে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )