শেষ হতে চলেছে এই মুহূর্তে বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল মিঠাই। টিআরপি তালিকায় ফলাফল চমকপ্রদ না থাকলেও, অনলাইনে এই মেগাকে নিয়ে মাতামাতি কখনোই কমেনি। গত আড়াই বছর ধরে সত্যি যেন ‘সুখে দুখে’ দর্শক মনে জায়গা করে নিয়েছে মনোহরা-র সদস্যরা। বিদায়বেলায় নন্দা ওরফে কৌশাম্বি, সোম-তোর্সা অর্থাৎ তন্বী লাহা রায় ও ধ্রুবজ্যোতি সরকারদের দেখা গেল দিদি নম্বর ১-এ। রচনা বন্দ্যোপাধ্যায়ের গেম শো ভরে উঠেছিল গল্প-আড্ডায়।একসঙ্গেই এসেছিলেন দিদি নম্বর ১-এ দর্শকদের প্রিয় সোম আর তোর্সা। মিঠাই ধারাবাহিকেও এই স্বামী-স্ত্রীর মধ্যে যতটা না ভাব-ভালোবাসা, তারচেয়ে অনেক বেশি ঝগড়া। সারাক্ষণ লেগেই আছে তু তু ম্যায় ম্যায়।রচনা দুজনের পরিচয় দিয়ে বলেন, ‘মিঠাইয়ের তোর্সা আর সোম, সারাক্ষণ ঝগড়া করছে। আসল জীবনে কীরকম?’ জবাবে সোম অর্থাৎ ধ্রুবজ্যোতি বলেন, ‘আসলে জীবনে মানে মেকআপ রুমে আমরা সারাক্ষণ হাসাহাসি করি। কোনও না কোনও কারণে অ্যাকশন বলার আগে একটা হো হো হা হা…’সোম বলতে থাকেন তোর্সাকে দেখিয়ে, ‘ওর অনেক ব্যাপার আছে সেগুলো আসতে আসতে বলব। কীসে ভয় পায়…’ রচনা থামিয়ে দিয়েই প্রশ্ন করেন, ‘কীসে ভয় পাও তন্বী?’ তোর্সাও সোমের দিকে ফিরে প্রশ্ন করেন, ‘কীসে ভয় পাই আমি?’ যাতে সোমের পালটা প্রশ্ন, ‘ভয় পাস না তো?’ তোর্সা মানে তন্বী বলে ওঠেন, ‘হ্যাঁ পাই পাই…’! সোম বন্ধুকে থামিয়ে বলতে থাকেন, ‘তবু স্বীকার করে না… মানে স্বীকার করতে চায় না…’আর সেই ফাঁকে গায়ে নকল টিকটিকি ছেড়ে দেয়। মানে বুঝে গিয়েছেন নিশ্চয়ই, তন্বীর গায়ে টিকটিকি পড়াটা প্র্যাঙ্ক। এদিকে কাঁধের কাছে কিছু অনুভব করে অভিনেত্রী যখন হাত দেন, তখন অনুভব করেন টিকটিকি। ব্যস আর কি, ভয়ে চিৎকার করে, ছোটাছুটি শুরু দেন। ক্ষণিকেই বুঝে নেন প্র্যাঙ্ক হয়েছে। তারপর সঙ্গে সঙ্গে চুপও হয়ে যান। কাল শুক্রবার অর্থাৎ ৯ জুন সম্প্রচার হবে মিঠাই-এর অন্তিম এপিসোড। প্রথমে ঠিক ছিল শেষ এপিসোড আসবে ১১ জুন। পরে ৯ জুন অন্তিম এপিসোডের দিন নির্ধারণ করা হয়। আর ১০, ১১ থাকবে খেলনা বাড়ির মহাপর্ব। এই নিয়েও রাগ দেখিয়েছিল অনুরাগীরা জি বাংলার উপরে। তবে একটাই আশার কথা, হ্যাপি এনডিং দিয়েই শেষ করে দেওয়া হচ্ছে মিঠাই। শেষ দৃশ্যে তাই চোখের জলের সঙ্গে মুখে লেগে থাকবে চওড়া হাসিও। (এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup)