বলিউডে কামব্যাক করছেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। 'তিওয়ারি' সিরিজ দিয়ে অভিনয়ে প্রত্যাবর্তন করতে প্রস্তুত তিনি। এই ছবি দিয়ে ডিজিটালে আত্মপ্রকাশ করবেন উর্মিলা। বলিউড সুন্দরীর আসন্ন সিনেমা নিয়ে মুখ খুলেছেন ছবির পরিচালক সৌরভ ভার্মা।
সৌরভ ফাঁস করেছেন, এই ছবিতে উর্মিলাকে প্রচুর অ্যাকশন করতে দেখা যাবে। সিনেমার জন্য আলাদা করে প্রশিক্ষণ নেবেন তিনি। আরও বলেন, ‘তিনি আমাকে বলেছিলেন যে তিনি গত কয়েক বছরে অনেক অফার পেয়েছেন কিন্তু তিনি তাড়াহুড়ো করতে চাননি। এটি তাঁর ডিজিটাল ডেবিউ। আমরা ভোপালের বাস্তব লোকেশনে শ্যুটিং করব।’ আরও পড়ুন: ডাকনাম পাও, ছোট থেকে পড়াশোনায় তুখোড়! ৪২-এর জন্মদিনে রইল ‘অজানা' পাওলি
সৌরভ আরও জানিয়েছেন, উর্মিলা বিগত ৫-৭ বছরে ৫০টিরও বেশি স্ক্রিপ্টে কাজ করার অফার পেয়েছেন, তবে তিনি সেগুলি প্রত্যাখ্যান করেছেন। তাই উর্মিলার মুখে এই ছবির জন্য ‘হ্যাঁ’ শুনে খানিক চমকে গিয়েছিলেন পরিচালক।
সৌরভের কথায়, ‘আমার আত্মবিশ্বাস সেখান থেকে যেন আরও খানিকটা পোক্ত হল। 'এক হাসিনা থি' হোক বা 'কৌন' বা 'সত্য', তিনি যে যে চরিত্রে অভিনয় করছেন তা খুবই গর্বের। এই স্ক্রিপটি অভিনেত্রীর কাছে অনন্য এবং স্তরযুক্ত। চিত্রনাট্য তাঁর খুব পছন্দ হয়েছে।' আরও পড়ুন: কোটি কোটির ব্যবসা করেছে ছবি, মুম্বইয়ে ১৭.৯২ কোটির বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিবেক