এক ছাদের তলায় তাঁরা থাকেন না। মনে দূরত্ব তৈরি হয়েছে। সম্পর্কে তৃতীয় ব্যক্তি প্রবেশের গুঞ্জন দীর্ঘদিনের। তবে এর মাঝেও বন্ধুত্ব টিকে রয়েছে তথাগত-দেবলীনার। আইনি বিচ্ছেদের পথে অবশ্য হাঁটেননি দুজনে। এমনকী ডিভোর্সের ভাবনাও নাকি তাঁদের মাথায় নেই, বহুবার জানিয়েছেন দেবলীনা। কিন্তু তথাগত -বিবৃতির সম্পর্ক নিয়ে গত কয়েক বছরে কম জলঘোলা হয়নি। আরও পড়ুন-‘ওর প্রথম সংসারটাও কি তবে ভাঙা হয়েছিল?’ খোঁচা বিবৃতির; তথাগতর প্রথম স্ত্রী কে?
হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে পরকীয়া সম্পর্কে রয়েছেন তথাগত, টলিপাড়ার আকাশে-বাতাসে উড়ে বেড়ায় এই গুঞ্জন। ওদিকে দেবলীনা বিবৃতিকে ‘টক্সিক’ বলে বিদ্রুপ করলেও তথাগতর প্রতি মুগ্ধতা জাহির করতে ছাড়েন না। এতকিছুর মাঝেই হঠাৎ করে দেবলীনাকে ‘এক্স ওয়াইফ’ বলে বসলেন তথাগত। সঙ্গে নিজেকে সিঙ্গল বলেও দাবি করেন।
সদ্য স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছে ‘পারিয়া’। তারই এক প্রমোশন্যাল ভিডিয়োতে তথাগতর কিছু ‘বিবৃতি’ নিয়ে আলোচনা থামছে না। তাঁকে সঞ্চালক সৌমক জিগ্গেস করেন, ‘তুমি তো এখন সিঙ্গল-বাই চয়েজ না ফোর্স?’ তিনি সিঙ্গল একথা জানিয়ে পরিচালক যোগ করেন, ‘এটা সিচুয়েশন। প্রকৃতি, নেচার’। ফ্রন্ট ফুটে খেলে সৌমকের পরের প্রশ্ন, ‘তুমি কি এটা নিয়ে কোনও বিবৃতি দিতে চাও?' রোস্ট ভিডিয়ো বলে কথা! তথাগত পালটা জবাবে বলেন, ‘এ ব্যাপারে আমি একটাই বিবৃতি দিতে চাই। কিন্তু যে বিবৃতি আমি দেব, সেই বিবৃতিকে যদি ভাঙা না হয়, তা হলে আমার এক্স ওয়াইফ বলতে পারবে।’