নিজের লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে কখনও দ্বিধা বোধ করেন না অভিনেত্রী তারা সুতারিয়া। বুধবার আসন্ন সিনেমা 'হিরোপান্তি ২'-এর প্রচারের জন্য ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন টাইগার শ্রফও। এদিন দুই তারকাকে বেশ ফ্য়াশনেবল পোশাকে দেখা গিয়েছে।টাইগারকে কালো প্যান্ট এবং বেগুনি জ্যাকেটের সঙ্গে কালো শার্ট পরে দেখা মিলেছে। অন্যদিকে, তারার পরনে সাদা বোল্ড আউটফিট। থাই স্লিটকাট গাউনের সঙ্গে রুপোলি রঙের টপ পরে ধরা দেন অভিনেত্রী। খোলা চুলে লাস্যময়ী মেজাজে ধরা দিয়েছিলেন নায়িকা। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২' ছবির পর ফের একবার বড়পর্দায় জুটি বাঁধছেন টাইগার-তারা। প্রসঙ্গত, ২০১৪ সালে হিরোপন্তি দিয়েই বলিউডে রূপোলি সফর শুরু করেছিলেন অভিনেতা টাইগার শ্রফ। আসন্ন ছবিতে প্রধান খলনায়কের ভূমিকায় রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ছবির অ্যাকশন এবং স্টান্ট যেন হলিউড পর্যায়ের হয় সেই জন্য কোনও ত্রুটি রাখেননি পরিচালক এবং প্রযোজনা সংস্থা।প্রকল্পের ঘনিষ্ঠ সূত্রে খবর, ‘টাইগার লাঠি লড়াইয়ের শিল্প শিখেছেন ছবির জন্য। নিজের প্রথম কোনও ছবিতে এই অভিনয় করবেন তিনি। এই ফর্মটি কালারিপায়াত্তুর ভারতীয় মার্শাল আর্টের অধীনে পড়ে।’এছাড়া 'হিরোপান্তি ২' ছবিতে গায়ক হিসেবেও ডেবিউ হবে টাইগারের। তিনি ‘মিস হাইরান’ গানটিতে কণ্ঠ দিয়েছেন। ওই গানের সুর করেছেন উস্তাদ এ আর রহমান। রজত অরোরার লেখা, 'হিরোপান্তি ২'-এর পরিচালনায় আহমেদ খান। চলতি বছরে ইদ উপলক্ষে ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।'হিরোপান্তি ২' ছাড়াও টাইগারের হাতে ‘গণপথ’ এবং ‘বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ’-এর মতো প্রোজেক্ট রয়েছে। অন্যদিকে তারা সুতারিয়া, ‘এক ভিলেন রিটার্নস’-এ থাকবেন।