‘তারক মেহতা কা উল্টা চশমা’ (টিএমকেওসি) খ্যাত অভিনেত্রী দীপ্তি সাধওয়ানি সম্প্রতি শোস্টপার হয়েছিলেন মিলান ফ্যাশন উইকের মঞ্চে। ইনস্টাগ্রামে দীপ্তি অনুষ্ঠানের একগুচ্ছ ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন।
আরও পড়ুন: '২য় বার মা হচ্ছেন এদিকে বরকে তো দেখা যায় না', ট্রোলিং-এর জবাবে কী বললেন মানসী?
আরও পড়ুন: অরিজিতের পাশে জ্বলজ্বল করছেন জগন্নাথ দেব! কনসার্টে ভক্তের হাতে আঁকা উপহার পেয়ে কী করলেন গায়ক?
অভিনেত্রী যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে ডিজাইনার চোনা বাকাওকোর জন্য র্যাম্পে হাঁটতে দেখা গেল অভিনেত্রীকে। ডিজাইনারের সঙ্গে পোজ দিতেও দেখা যায় দীপ্তিকে। দীপ্তি অনুষ্ঠানের জন্য পরেছিলেন একটি লাল পোশাক এবং একটি ম্যাচিং ব্যাগ নিয়েছিলেন। রবিবার মিলানের পালাজো ভিসকোন্তিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীপ্তি যে ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে তাঁকে র্যাম্পে হাঁটতে দেখা যায়। সবশেষে তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন ডিজাইনার চোনা।
ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে দীপ্তি লিখেছেন, 'মিলান ফ্যাশন উইকে শোস্টপার হিসেবে @chonabacaoco দুর্দান্ত অভিজ্ঞতা। অনুষ্ঠানের ছবি পোস্ট করে আরেকটি পোস্টে তিনি লেখেন, 'ডে ওয়ান মিলান ফ্যাশন উইক উইথ @chonabacaoco।
দীপ্তির প্রশংসা করে পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে এক ভক্ত লিখেছেন, ‘দুর্দান্ত। এটা তোমার জন্য একদম পারফেক্ট !’ একজন মন্তব্য করেছেন, ‘ র্যাম্পে আগুন ধরিয়ে দিয়েছ। এক ব্যক্তি লিখেছেন, ‘ আসাধারন’। চোনা একটি পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছিলেন, ’ইতালি তোমাকে ভালবাসে। এই প্রথম নয়, এর আগেও আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্টের র্যাম্পে হেঁটেছেন দীপ্তি।’
আরও পড়ুন: বাবার মৃত্যুর ৬ দিন পরেই মায়ের জন্মদিন পালন প্রিয়াঙ্কার, উপহার হিসেবে কাকে এনেছিলেন?
আরও পড়ুন: ৩০ বছরের পুরনো স্মৃতি উসকে 'চুরা কে দিল মেরা' গানে নাচ, অক্ষয়কে ঠিক কী বললেন শিল্পা?