দক্ষিণ ভারতে SSMB 29 সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। শুধুমাত্র ভাইয়ের বিয়ে নয়, নতুন সিনেমার শ্যুটিং করতে ভারতে আসা প্রিয়াঙ্কার, এ কথা সম্প্রতি মধু চোপড়া জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। প্রিয়াঙ্কাকে নিয়ে কথা বলতে গিয়ে নিজের জন্মদিন প্রসঙ্গেও কথা বলেন মধু। জানান, কীভাবে স্বামীর মৃত্যুর মাত্র ৬ দিন পরেই মেয়ে ধুমধাম করে তাঁর জন্মদিন পালন করেছিলেন।
লেহরেন রেট্রোকে দেওয়া সাক্ষাৎকার মধু বলেন, ‘আমার স্বামীর মৃত্যুর ৬ দিনের মাথায় আমার জন্মদিন পালন করেছিল প্রিয়াঙ্কা। আমার স্বামী ২০১৩ সালের ১০ জুন মারা গিয়েছিলেন, আমার জন্মদিন ছিল ১৬ জুন। তখন আমার বয়স ছিল ৬০। আগে থেকেই আমার জন্মদিনের জন্য সমস্ত পরিকল্পনা করে রেখেছিল প্রিয়াঙ্কা, কিন্তু আচমকাই ওর বাবার অসুস্থতার কারণে সব কিছু বন্ধ হয়ে যায়।’
আরও পড়ুন: বয়স হচ্ছে! শ্যুটিং ফ্লোরে একাধিক 'ভুল' করছেন, অকপটে স্বীকার 'বৃদ্ধ' অমিতাভের
আরও পড়ুন: HT-র ইভেন্টে সাদা পোশাকে ভাগ্নির সঙ্গে পোজ দিলেন অক্ষয়, বললেন, ‘আজ মা বেঁচে থাকলে...’
মধু চোপড়া বলেন, 'আমার স্বামীর অসুস্থতার কারণে তখন আমার বাড়িতে আমার গোটা পরিবার উপস্থিত ছিলেন। ১০ জুন আমার স্বামী মারা যাওয়ায় আমরা সবাই ভীষণ শোকাহত ছিলাম। কিন্তু সেই শোকের পরিবেশেও প্রিয়াঙ্কা আমাকে বলেছিলেন, যেহেতু বাড়ির সবাই উপস্থিত রয়েছে তাই জন্মদিনের পার্টি হবে। প্রথমে আমি মানা করে দিই কিন্তু মেয়ে বলে, বাবা কিন্তু এটাই চাইতেন।'
জন্মদিনের উপহার নিয়ে কথা বলতে গিয়ে মধু বলেন, ‘জন্মদিনের রাতে বাড়িতে ডিজে চলে, পার্টি হয়। সবাই বলেছিল, দেখো কেমন নাচছে, স্বামী মারা যাওয়ার কোনও দুঃখ নেই। কিন্তু আমি ভেবেছিলাম আমার ছেলেমেয়েরা যখন এত কষ্ট করে একটা সন্ধের আয়োজন করেছে, তখন তাদের সঙ্গ দেওয়া উচিত আমার। সব থেকে বড় কথা, আমাকে সেদিন রাতে উপহারস্বরূপ একটা বড় সারপ্রাইজ দিয়েছিল আমার মেয়ে।’
আরও পড়ুন: ৩০ বছরের পুরনো স্মৃতি উসকে 'চুরা কে দিল মেরা' গানে নাচ, অক্ষয়কে ঠিক কী বললেন শিল্পা?
প্রিয়াঙ্কার মা বলেন, ‘সেদিন অনেকটা রাত করে জন এসেছিল। খুব সুন্দর দেখতে লাগছিল ওকে। প্রিয়াঙ্কা জানত আমার জনকে খুব ভালো লাগে, তাই জনকে ও আমন্ত্রণ করেছিল আমায় আনন্দ দেওয়ার জন্য। এটাই ছিল আমার জন্মদিনের সব থেকে বড় উপহার। সেদিন রাতে সেই মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করা হয়নি নিজেকে কিন্তু সারা জীবন সেই রাতের কথা আমার মনে থেকে যাবে।’