স্বস্তিকা মুখোপাধ্যায় এদিন তাঁর অন্যতম কাছের মানুষের স্মৃতির উদ্দেশ্যে একটি মন খারাপ করা পোস্ট করলেন। জানালেন যে ফোনের প্রত্যাশা তিনি গত ১০ বছর ধরে করে আসছেন এই ফোন আর তাঁর কাছে আসে না। কার জন্য অভিনেত্রী লিখলেন সেই পোস্ট?
আরও পড়ুন: কার্ল মার্ক্স-লেনিনের মতো কৃষ্ণকে দেখতে চান নচিকেতা! বললেন, 'আমি বামপন্থী ছিলাম, আজও আছি...'
কী ঘটেছে?
স্বস্তিকা মুখোপাধ্যায় এদিন একটি স্ক্রিনশট পোস্ট করেন। সেখানে কিছু নাম দেখা যাচ্ছে। পছন্দের তালিকার প্রথম নামটাই তাঁর বাবার, সন্তু মুখোপাধ্যায়ের। সন্তু বলেই বাবার নম্বর সেভ করা অভিনেত্রীর ফোনে। আর তারপরই রয়েছে মাম্মি লেখা কন্ট্যাক্টটি। এই নম্বর থেকেই গত ১০ বছর তিনি কোনও ফোন পাননি। ১৭ মে অভিনেত্রীর মায়ের মৃত্যুবার্ষিকী। এই বেদনাময় দিনটিতে তিনি মায়ের স্মৃতিতে বুঁদ।
এই স্ক্রিনশট পোস্ট করে এদিন স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, '১৭ মে, ২০২৫। ১০ বছর হয়ে গেল মা, তোমার ফোন আর এল না।' অনেকেই এদিন অভিনেত্রীকে সমবেদনা জানিয়েছেন।
এক ব্যক্তি লেখেন, 'আমার মাও আমাকে কথায় কথায় ফোন করত। কিন্তু এখন আর আসে না আর আসবেও না। এভাবে স্মৃতিচারণ করেই বোধহয় কাটিয়ে দিতে হবে.… 'ছোটো খোকা খাবার নিয়ে আসিস' এ কথাটাই কানে বাজতে থাকে সবসময়।' আরেকজন লেখেন, 'এই ভাবেই প্রিয় মানুষগুলো হারিয়ে যেতে থাকে। সাথে হারিয়ে যায় তাদের দেওয়া ডাক নামগুলো। মা,বাবা,ছোট মামা কারও নাম আর জ্বলে ওঠে না ফোনের স্ক্রিনে, সাথে আদুরে ডাক নামগুলোও আর বাজে না কানে। এ কষ্ট শুধু নিজের হয় একান্ত নিজের।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'জগতের সমস্ত দুঃখ কষ্ট বেদনা থেকে আজ আপনার মা মুক্তি পেয়েছিলেন। তাঁর মুক্তির আনন্দকে নিজের হৃদয়ে অনুভব করুন। চিন্তা করুন মা মুক্ত।' কারও মতে আবার, 'রাতে আসে হয়তো, মাঝে মাঝে, ঘুমের ভেতর।'