স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই চর্চায় থাকেন, সে তাঁর কাজের জন্য হোক বা ব্যক্তিগত জীবন। সম্প্রতি তিনি এমন একটি ছবি পোস্ট করেছে যা দেখে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে তাঁর ব্যক্তিগত জীবন। প্রশ্ন উঠছে অভিনেত্রী কি ফের প্রেম করছেন?
আরও পড়ুন: আকাশ-শুভলক্ষ্মীর বিয়ের সময়ই ফের 'গৃহপ্রবেশ' ঘটবে আদৃতের! ত্রিকোণ সম্পর্কের পরিণতি হবে কী?
কী ঘটেছে?
অভিনেত্রী বর্তমানে কলকাতার পাশাপাশি অনেকটা সময় মুম্বইতে কাটাচ্ছেন। কিন্তু এদিন তিনি যে ছবিটি শেয়ার করেছেন সেটা পুদুচেরিতে তোলা। সেটা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। কী আছে সেই ছবিতে? অনেকটা দূর থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে পাথরের উপর একটি জুটি বসে। খুবই ঘনিষ্ঠ ভাবে পাশাপাশি বসে আছেন তাঁরা। মুখ স্পষ্ট নয় যদিও। তবে তাঁদের সামনে থাকা দিগন্ত বিস্তৃত সমুদ্র ভাসছে পূর্ণিমার চাঁদের আলোয়। এই ছবিটি পোস্ট করে টেক্কা অভিনেত্রী রবি ঠাকুরের গানের লাইন ধার করে লেখেন, 'তোমরা যে বল দিবস রজনী ভালোবাসা ভালোবাসা।'
আরও পড়ুন: ক্লাসিক্যাল স্টাইলে ব্রেকআপ সং, আশা ভোঁসলের সঙ্গে মানসীর তুলনা টানলেন করণ! কী বললেন শ্রেয়া-বিশালরা?
যদিও ছবিতে থাকা মহিলাটি তিনিই কিনা সেটা স্পষ্ট নয়। তিনি ছবিটি তুলে থাকতে পারেন আবার ছবির মহিলাটিও তিনি হতে পারেন। তবে এমন রোম্যান্টিক লাইন দিয়ে ছবিটি পোস্ট করায় তাঁর অনুরাগীদের অনুমান অভিনেত্রী ফের প্রেমে পড়েছেন। এই বসন্তেই তাঁর জীবনে লেগেছে প্রেমের রং। নেটপাড়ার অনুমান প্রেমিকের সঙ্গে পুদুচেরি বেড়াতে গিয়েছেন অভিনেত্রী সেখানেই তুলেছেন এই ছবিটি।
কে কী বলছেন?
অনেকেই এদিন অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি প্রেমে পড়েছেন ভেবে। কেউ আবার জানতে চেয়েছেন তাঁর সঙ্গে থাকা লোকটি কে? কারও আবার প্রশ্ন অভিনেত্রী কি নতুন করে প্রেমে পড়েছেন সত্যিই? কোনও কোনও নেটিজেনের মতে এভাবেই একটু অন্য ভাবে প্রেমিকের সঙ্গে আলাপ করালেন অভিনেত্রী। যদিও আসল ব্যাপারটা কি সেটা স্পষ্ট নয়।
আরও পড়ুন: ২ মিলিয়ন ভিউজে আয় মাত্র ১২ ডলার! মাথায় হাত কন্টেন্ট ক্রিয়েটরদের, খুশি নেটপাড়ার একাংশ, কেন?