ফেডারেশন ও গিল্ডের যোগসাজশ ও কাজ করতে না দেওয়ার অভিযোগ এনে আত্নহত্যার চেষ্টা করেন কেশসজ্জা শিল্পী। আর এই ঘটনা ঘিরে টলিপাড়ায় এখন হুলুস্থুল কাণ্ড। ঘটনার পর অনেকেই সরব হয়েছেন ফেডারেশ ও গিল্ডের মতো সংগঠন গুলির বিরুদ্ধে। অবশেষে এই ঘটনায় মুখ খুললেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস।
ঘটনায় বিষয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস আনন্দবাজারকে জানান, ‘অভিযোগ শুনেছি। সুরক্ষা বন্ধু কমিটি বিষয়টি দেখছে। পুরো বিষয়টি সম্পর্কে জানানোর পর কমিটির যে পদক্ষেপ করা উচিত, আমরা সেটাই করব।’
এদিকে আত্মহত্য়ার চেষ্টা করেছিলেন যে কেশসজ্জা শিল্পী তাঁর ভাইঝি লিপিকা আনন্দবাজারকে জানান, শনিবার গভীর রাতে ওই তাঁর পিসি অর্থাৎ কেশসজ্জা শিল্পীকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। চিকিৎসকরা তাঁকে বেশি কথা না বলার পরামর্শ দিয়েছেন। এর আগে তিনি মস্তিস্কে রক্তক্ষরণ জনিত সমস্যায় আক্রান্ত হয়েছিলেন।
(আরও পড়ুন: 'কোনও হল মালিক পাকিস্তানি ছবি দেখালে, তার মূল্য চোকাতে হবে', ফাওয়াদের ছবি নিয়ে হুঁশিয়ারি রাজ ঠাকরের)
কেশসজ্জা শিল্পীর ভাইঝি লিপিকা দাস আরও জানিয়েছেন। তাঁর শনিবার রাতেই ঘটনার বিষয়ে হরিদেবপুর থানায় অভিযোগ জানিয়েছিলেন। তাঁদের আবারও থানা থেকে ডেকে পাঠানো হয়েছে, সেজন্য কথা বলতে যাচ্ছেন বলে জানিয়েছিলেন তাঁরা। গিল্ড ও ফেডারেশনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন লিপিকা। দুই সংগঠনের তরফে এখনও তাঁদের কাছে কোনও ফোন আসেনি বলে জানিয়েছেন তিনি।
এদিকে জানা যাচ্ছে, শিল্পীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই হরিদেবপুর থানা ১১ জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছে।
অন্যদিকে আরজিকর কাণ্ডের মতো ঘটনার পর টলিপাড়ায় নারী নিগ্রহ রুখতে ইতিমধ্যেই ২১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে ওমেন্স ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্স। গত ২৭ সেপ্টেম্বর এই সংগঠন গড়ে তোলা হয়। সুদীপ্তা চক্রবর্তী, উষসী রায় এই সংগঠনের সদস্য।
(আরও পড়ুন: নাতাশার সঙ্গে ডিভোর্সের পর ছেলে অগস্ত্যর সঙ্গে প্রথমবার দেখা হার্দিকের, কোথায় গেলেন, কী কী করলেন বাপ-বেটায়?)
সেই চিঠির স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুদীপ্তা লেখেন, 'মাননীয়া মুখ্যমন্ত্রীকে পাঠানো আমাদের চিঠি, আজ পাঠানো হয়েছে । আমাদের মানে Women’s Forum for Screen Workers + (WFSW+) এর। সিনেমা, টিভি, ওয়েব সহ যে কোনও স্ক্রিনে কর্মরত সমস্ত মহিলা (শিল্পী, কলাকুশলী, পরিচালক, কার্যনির্বাহী প্রযোজক ইত্যাদি সবাই) -দের ফোরাম এটা। আমাদের এই ফোরামের বয়স মাত্র কয়েকদিন। আমরা এখনো সবার কাছে পৌঁছাতে পারিনি। সবাইকে জানাতে পারিনি। অভয়া কান্ডের প্রতিবাদে সবাই রাস্তায় ছিলাম, নিজের নিজের পেশার কাজ সামলে। আমরা নিশ্চয়ই পৌঁছাব সবার কাছে। একটু সময় লাগবে। শুধু জানবেন, আপনি যদি মহিলা বা প্রান্তিক লিঙ্গের মানুষ হন এবং আপনি যদি ইন্ডাস্ট্রির সঙ্গে কোনভাবে যুক্ত থাকেন, তাহলে এই ফোরাম আপনারও। চিঠিটা মন দিয়ে পড়বেন। আমাদের সঙ্গে থাকবেন।'