আজ মহারাষ্ট্র নির্বাচনের ফলাফল ঘোষিত হচ্ছে। এবার এখানকার অনুশক্তি কেন্দ্রে এনসিপি বনাম এনসিপি লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন দুই নবাগত বা বলা ভালো প্রথমবারের জন্য নির্বাচন লড়ছেন এমন দুজন, সানা মালিক এবং ফাহাদ আহমেদ। আর সেখানেই সানার কাছে পরাজিত হলেন ফাহাদ।
পরাজিত ফাহাদ আহমেদ
এদিন সানা মালিক প্রায় ৩৪০০ ভোটে জয়ী হন। নওয়াব মালিকের গড় হলেও একাধিক কেসে জর্জরিত তিনি, এমন অবস্থায় তাঁকে প্রার্থী করার বদলে তাঁর মেয়েকে প্রার্থী করা হয়। কিন্তু শেষ হাসি হাসলেন তাঁর মেয়েই। যদিও বর্তমানে বেলে বাইরে থাকা নওয়াব মালিক এই কেন্দ্র থেকে ২০০৯ এবং ২০১৯ সালে বিজয়ী হয়েছিলেন।
ফাহাদ আহমেদ এসপির সদস্য ছিলেন। তবে তিনি সম্প্রতি এনসিপি এসসিপি যুক্ত হন সম্প্রতি। অ্যান্টি সিএএ মুভমেন্টে যোগ দেন তিনি। আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সেই সময় থেকেই তিনি সক্রিয় ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত।