আজ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জন্মবার্ষিকী। বেঁচে থাকলে ৩৭ বছরে পা দিতেন অভিনেতা। সকাল থেকে নেটমাধ্যমের পাতায় সুশান্তকে নিয়ে স্মৃতিমেদুর পোস্ট করছেন তাঁর ঘনিষ্ঠরা। মৃত্যুর আগে পর্যন্ত সুশান্তের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।
প্রয়াত প্রাক্তন প্রেমিকের জন্মবার্ষিকীতে নেটমাধ্যমের পাতায় দুটি ছবি পোস্ট করেছেন রিয়া। প্রথম ছবিতে দেখা গিয়েছে, দুটি কাপের পিছনে মুখ লুকিয়ে রয়েছেন সুশান্ত-রিয়া। শুধুমাত্র তাঁদের চোখের অংশটুকু দেখা যাচ্ছে। পরবর্তী ছবিতে দুজনে পাশাপাশি বসে সেলফি তুলেছেন। ক্যাপশনে একটি ইমোজি দিয়ে সঙ্গে ১ যোগ লিখেছেন রিয়া।
রিয়া এবং সুশান্তের ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। রিয়ার ঘনিষ্ঠ বান্ধবী শিবানী দান্ডেকর ভালোবাসার ইমোজি দিয়েছেন। ইন্টেরিয়র ডিজাইনার সুজান খান লেখেন, ‘লাভ ইউ রে.. মহাবিশ্বের শক্তি তোমার সঙ্গে রয়েছে।’ কৃষ্ণা শ্রফ, সমীক্ষা শেট্টি সহ বলিউডের আরও অনেকে রিয়ার পোস্টে ভালোবাসা উজাড় করেছেন। আরও পড়ুন: ‘ত্রিশূলটা ভেঙে গিয়েছে’, ভাই সুশান্তকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিদি প্রিয়াঙ্কার