Netflix-এ আসছে কপিল শর্মার নতুন কমেডি শো। নাম ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। কয়েকদিন আগেই শোয়ের নতুন প্রোমো সামনে এসেছে। আর এবার সেই প্রচারমূলক ভিডিয়ো নিয়েই অশ্লীলতা এবং অশালীন ভাষা প্রয়োগের অভিযোগ আনলেন কমেডিয়ান সুনীল পাল। শুধু অভিযোগই নয়, এই ধরনের শোয়ের সঙ্গে পতিতাপল্লীর তুলনা করতেও ছাড়লেন না সুনীল পাল।
সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিয়ো পোস্ট করে এধরনের কমেডি শো এবং প্রোমো নিয়ে হতাশা প্রকাশ করেন সুনীল। কপিল শর্মার প্রশংসা করে, তাঁকে কমেডির রাজা আখ্যা দিয়ে এধরনের শো না করার আর্জি জানান সুনীল পাল।
ঠিক কী বলেছেন তিনি?
সুনীল পাল বলেন, ' কপিল শর্মা শো শীঘ্রই নেটফ্লিক্সে আসছে। ওই শোয়ের প্রোমো দেখে আমি হতাশ।' কপিলের উদ্দেশ্যে সুনীলের বিনীত আবেদন,'কপিল শর্মা, আপনি তো কমেডির দুনিয়ায় সুপারস্টার, কমেডির রাজা আপনি। দর্শক এধরনের শো পরিবারের সঙ্গে বিনোদনের জন্য দেখেন। তবে আপনার যে শো OTT-তে আসছে তার প্রোমো ভীষণই ঘৃণ্য। খুবই খারাপ শব্দ ব্যবহার করা হয়েছে। আমার মনে হয়েছে, এধরনের শব্দ ব্যবহার করলে আমাদের ভাষা হিন্দির পরাজয় হবে। এটা তাই আমি মেনে নিতে পারলাম না। আমি আপনার অনেক বড় অনুরাগী। একান্ত অনুরোধ, আপনাকে এটা বন্ধ করতেই হবে। শুধু আমার জন্য নয়, লক্ষ লক্ষ অনুরাগীর হয়ে আমি এই অনুরোধ করছি। আপনি একজন খাঁটি মানুষ, আপনার হৃদয় অনেক বড়। আপনাকে অনেকেই ভালোবাসেন, আমার অনুরোধ এটা করবেন না, এটা হতে দেবেন না। এটার শুরুতেই ঘৃণ্য উপায় অবলম্বন করা হচ্ছে।
আরও পড়ুন-পাইথন পুষেছেন, বুকের উপর উঠে শুয়ে থাকে সে! সৃজিত বলছেন ‘উলুপী’র খুবই মিষ্টি ব্যক্তিত্ব